দিতিপ্রিয়ার বড় ব্রেক, প্রসেনজিতের সঙ্গে জুটি বাঁধছেন ছোটপর্দার ‘রাণীমা’

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একের পর পালক জুড়ছে দিতিপ্রিয়া রায়ের (ditipriya roy) সাফ‍ল‍্যের মুকুটে। ছোট্ট বয়সেই সৃজিত মুখোপাধ‍্যায়ের মতো পরিচালকের ছবিতে অভিনয়, তারপর ছোটপর্দায় ‘রাণী রাসমণি’র মতো একটি চরিত্রকে ফুটিয়ে তোলা। বলিউডে ডেবিউ এবং এখন প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়ের (prosenjit chatterjee) সঙ্গে জুটি বাঁধার সুযোগ। সত‍্যিই ডানা মেলে উড়ছেন দিতিপ্রিয়া।

গত বছরেই ছোটপর্দার কাজ শেষ করেছেন দিতিপ্রিয়া। আগেই জানিয়েছিলেন এবার একটু অন‍্য রকম কাজ করতে চান। পরপর ছবির প্রস্তাবও পেয়ে গিয়েছেন। করেছেন ডিজিটাল ডেবিউ। এবার প্রসেনজিতের সঙ্গেও অভিনয়ের সুযোগ পেয়ে গেলেন দিতিপ্রিয়া। অত‍্যন্য কম সময়ের মধ‍্যে তাঁর এমন সাফল‍্যে উচ্ছ্বসিত অনুরাগী।


পরিচালক সৌভিক কুণ্ডুর ‘আয় খুকু আয়’ ছবিতে অভিনয় করছেন প্রসেনজিৎ ও দিতিপ্রিয়া। বাবা ও মেয়ের চরিত্রে দেখা যাবে তাঁদের। সোশ‍্যাল মিডিয়ায় ছবির প্রথম পোস্টার শেয়ার করেছেন অভিনেতা। প্রযোজনায় থাকছে জিতের প্রযোজনা সংস্থা।

এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে সাক্ষাৎকারে দিতিপ্রিয়া জানান, ছবিতে তাঁর চরিত্রটি বেশ চ‍্যালেঞ্জিং। অনেকগুলি স্তর রয়েছে চরিত্রের। বাবা মেয়ের সম্পর্ক থেকে একসময় মেয়েই বাবার অভিভাবক হয়ে ওঠে, এই ছবিতে দেখা যাবে সেটাই। দিতিপ্রিয়ার পাশাপাশি ছবিতে রয়েছেন রাহুল দেব বোসও। তাঁর চরিত্রটি সম্পর্কে জানা না গেলেও অভিনেতা বলেন, একাধিক দক্ষ অভিনেতা অভিনেত্রীর সঙ্গে এই ছবিতে কাজ করার সুযোগ পাচ্ছেন তিনি। সব মিলিয়ে ছবিটি নিয়ে বেশ উত্তেজিত তিনি।


জানা যাচ্ছে, এই প্রজন্মের কাহিনিই ফুটে উঠবে ছবিতে। পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, বাইরের জীবনের গল্প বলবে ‘আয় খুকু আয়’। সঙ্গে থাকছে রহস‍্যের ঘনঘটাও। তবে রহস‍্যটা কী নিয়ে সে বিষয়ে এখনো মুখ খুলতে রাজি হননি নির্মাতা থেকে কলাকুশলী কেউই। আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে ছবির শুটিং। কলকাতা এবং বোলপুরে হবে শুটিং।

কিছুদিন আগেই দিতিপ্রিয়ার আরেকটি ছবির ঘোষনা করেছিলেন প্রসেনজিৎ। তাঁর বিপরীতে রয়েছেন বিক্রম চট্টোপাধ‍্যায়। ছবির নাম এখনো ঠিক না হলেও জানা গিয়েছে, বিক্রম ও দিতিপ্রিয়াকে দেখা যাবে দুই বন্ধুর ভূমিকায়, যারা রোড ট্রিপে বেরিয়েছেন। এই রোড ট্রিপই জীবনের নতুন মোড়ে এনে দাঁড় করাবে তাঁদের।

সম্পর্কিত খবর

X