বড় সাফল‍্য দিতিপ্রিয়ার, হিন্দি ওয়েব সিরিজে নতুন লুকে নজর কাড়লেন ‘রাণীমা’

বাংলাহান্ট ডেস্ক: সেই কোন ছোট্ট বয়স থেকে অভিনয়ে। কিন্তু দিতিপ্রিয়া রায়কে (Ditipriya Roy) জনপ্রিয়তার চূড়ায় তোলে জি বাংলার ‘করুণাময়ী রাণী রাসমণি’। চার বছরেরও বেশি সময় ধরে জনপ্রিয়তা ধরে রেখেছিল সিরিয়ালটি। শেষের দিকে টিআরপি কমে গেলেও রাণী রাসমণি শেষ হওয়ার খবরে মুষড়ে পড়েছিলেন দর্শকরা।

দিতিপ্রিয়ার পর্ব অবশ‍্য অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। তবে শেষ পর্বে আবারো ফিরেছিলেন তিনি। গায়ে চড়িয়েছিলেন রাণীমার বেশভূষা। নয়তো এখন তাঁকে চেনা দুষ্কর। বলিউড থেকে টলিউড দৌড়ে বেড়াচ্ছেন দিতিপ্রিয়া। ছোটপর্দা থেকে বিরতি নিয়ে একের পর এক সিনেমা, ওয়েব সিরিজে অভিনয় করে চলেছেন।

IMG 20220427 192138
বলিউডেও একটি ওয়েব সিরিজে অভিনয় করছিলেন দিতিপ্রিয়া। সে খবর অনেক আগেই শেয়ার করেছিলেন। সঙ্গে ছিলেন ‘পাতাললোক’ খ‍্যাত ‘হাতোড়া ত‍্যাগী’ ওরফে অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়। এবার প্রকাশ‍্যে এল সেই ওয়েব সিরিজ ‘স্টোরিস অন দ‍্য নেক্সট পেজ’ এর ট্রেলার।

https://www.instagram.com/tv/Cc2dV-yA9fW/?igshid=YmMyMTA2M2Y=

চারটি গল্প নিয়ে তৈরি ওয়েব সিরিজটি। তার মধ‍্যে একটি গল্পে ভাই বোনের চরিত্রে থাকছেন অভিষেক দিতিপ্রিয়া। ট্রেলারটি নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী। কমেন্ট বক্সে উপচে পড়েছে অনুরাগীদের শুভেচ্ছা, ভালবাসা। রাণীমার সেজ জামাই মথুরামোহন ওরফে গৌরব চট্টোপাধ‍্যায় লিখেছেন, ‘আরো এগিয়ে যাও। এটা তো সবে শুরু। অনেক অনেক ভালবাসা।’

IMG 20220427 192117
বলিউডে দিতিপ্রিয়ার প্রথম ছবি ‘বব বিশ্বাস’। টলিউডেও বেশ কয়েকটি প্রোজেক্টে কাজ করেছেন তিনি। ওয়েব সিরিজ ‘তানসেনের তানপুরা’তে দেখা গিয়েছে তাঁকে। ঋত্বিক চক্রবর্তীর সঙ্গেও অভিনয় করেছেন তিনি। আগামীতে প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়ের সঙ্গে ‘আয় খুকু আয়’ ছবিতে অভিনয় করবেন দিতিপ্রিয়া। এছাড়াও বিক্রম চট্টোপাধ‍্যায়ের সঙ্গে একটি ছবিতে দেখা যাবে তাঁকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর