বাংলাহান্ট ডেস্ক : পুজোর পরেই প্রকাশ্যে এসেছে সিরিয়ালের টিআরপি তালিকা। আর সকলকে চমকে দিয়ে লিস্টে এবার সবার শীর্ষে উঠে এসেছে ‘চিরদিনই তুমি যে আমার’। আর্য অপর্ণার জুটি দর্শকদের প্রিয় হয়ে উঠেছে। কিন্তু এদিকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে দিতিপ্রিয়া রায়কে (Ditipriya Roy)। বৃহস্পতিবার হাসপাতালের বেডে শুয়েই তিনি পেলেন টিআরপি টপার হওয়ার সুখবর।
হাসপাতালে রয়েছেন সিরিয়ালের অভিনেত্রী দিতিপ্রিয়া (Ditipriya Roy)
বুধবার নেটপাড়ায় দিতিপ্রিয়া (Ditipriya Roy) জানিয়েছিলেন, তাঁর অস্ত্রোপচার হতে চলেছে। আর এদিন অভিনেত্রী জানালেন, তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। আপাতত কিছুদিন বিশ্রামে থাকবেন দিতিপ্রিয়া (Ditipriya Roy)। সুস্থ হয়েই ফের শুটিংয়ে ফিরবেন তিনি।
কী হয়েছে অভিনেত্রীর: জানা যাচ্ছে, নাকের হাড়ে একটি সমস্যা দেখা দিয়েছে দিতিপ্রিয়ার (Ditipriya Roy)। প্রায় দু বছর আগে এই অস্ত্রোপচার হয়ে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তা আর হয়ে ওঠেনি। এদিকে সম্প্রতি শুটিংয়ের ফাঁকে কয়েকবার নাক থেকে রক্তক্ষরণ হওয়াতেই এবার তড়িঘড়ি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন দিতিপ্রিয়া (Ditipriya Roy) ও তাঁর পরিবার।
আরও পড়ুন : সোনা-রূপোর দামে রেকর্ড বৃদ্ধি, আগামী কয়েক মাসে কততে পৌঁছাবে দর? ভয়ঙ্কর কথা শোনালেন বিশেষজ্ঞরা
কী চলছে সিরিয়ালে: বর্তমানে জি বাংলায় ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালে দেখা যাচ্ছে দিতিপ্রিয়াকে (Ditipriya Roy)। আর্য অপর্ণার জুটি খুব কম সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। অসমবয়সী প্রেম কাহিনি নিয়ে প্রথম দিকে সিরিয়ালটি কটাক্ষের মুখে পড়লেও অচিরেই কলাকুশলীদের অভিনয় এবং গল্প ছিনিয়ে আনে টিআরপি। তবে সম্প্রতি আবারও কিছু বিতর্কে জড়িয়েছিল ধারাবাহিকটি (Serial)।
আরও পড়ুন : সপ্তাহান্তে বড় ভোগান্তি, ফের বন্ধ হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, যানজট এড়াতে জেনে রাখুন বিকল্প রাস্তা
গল্পের শুরু থেকেই দেখা যাচ্ছে, আর্য অপর্ণার মিলনে এসে চলেছে একের পর এক বাধা। এবার কি আর্যর অতীতের কথা জেনে ফেলবে অপর্ণা? সিরিয়ালের গল্প দিচ্ছে তেমনই আভাস। এই পরিস্থিতিতে দ্রুত সুস্থ হয়ে শুটিংয়ে ফিরুন দিতিপ্রিয়া, এমনটাই চান দর্শকরা।