ইন্ডাস্ট্রির অভিনেতার সঙ্গেই লুকিয়ে প্রেম! ফাঁস হয়ে গেল দিতিপ্রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) নামটা এখন মানুষের মুখে মুখে। অভিনয় গুণেই এত কম বয়সে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। অনেক কম বয়সে অভিনয়ে পা রেখেছিলেন দিতিপ্রিয়া। বড়পর্দায় আগেই ডেবিউ করে ফেলেছেন তিনি। তবে তাঁকে মূলত জনপ্রিয়তা এনে দেয় ছোটপর্দা। জি বাংলার করুণাময়ী রাণী রাসমণি সিরিয়ালের দৌলতে খ্যাতির শীর্ষে ওঠেন দিতিপ্রিয়া।

সিরিয়াল শেষ হওয়ার পর অবশ্য কেটে গিয়েছে একটা লম্বা সময়। কিন্তু আর ছোটপর্দায় ফিরতে দেখা যায়নি তাঁকে। বদলে এখন একের পর এক ওয়েব সিরিজ করছেন দিতিপ্রিয়া। পড়াশোনার পাশাপাশি কেরিয়ারের দিকেই পুরো মনটা দিয়ে রেখেছেন তিনি। প্রেম জীবনের কথা উঠলেও নিজেকে ‘সিঙ্গল’ বলে এড়িয়ে যান দিতিপ্রিয়া।

ditipriya

কিন্তু এবার আর কিছু লুকিয়ে রাখতে পারলেন না অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গেল তাঁর হোয়াটসঅ্যাপের গোপন চ্যাট। আর সেখান থেকেই জানা গেল, লুকিয়ে প্রেম করছেন দিতিপ্রিয়া। তাঁর প্রেমিকটিও ইন্ডাস্ট্রিরই মানুষ। তিনি অভিনেতা অর্জুন চক্রবর্তী।

চমকে গেলেন তো? না না, এই প্রেমকাহিনি বাস্তব নয়। পুরোটাই ঘটছে অনস্ক্রিনে। আসলে আগামীতে হইচই এর ওয়েব সিরিজ ‘রাজনীতি’তে দেখা যাবে দিতিপ্রিয়াকে। তাঁর বিপরীতে থাকছেন অর্জুন। ইদানিং যেমন ডিজিটাল প্রচারের রমরমা শুরু হয়েছে সেই পথ অনুসরণ করেছেন দিতিপ্রিয়া অর্জুনরাও। প্রচারের উদ্দেশেই এই হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিডিও বানানো।

প্রসঙ্গত, দিতিপ্রিয়ার শেষ ওয়েব সিরিজ ‘ডাকঘর’ বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। সিরিজে সুহোত্র মুখোপাধ্যায়কে দেখা গিয়েছিল তাঁর বিপরীতে। দুজনের রসায়ন বেশ জনপ্রিয় হয়েছিল দর্শক মহলে। এর আগে ‘অভিযাত্রিক’ ছবিতে অর্জুনের সঙ্গে জুটি বেঁধেছিলেন দিতিপ্রিয়া। নতুন সিরিজে তাঁদের জুটি কতটা হিট হয় সেটাই দেখার।

সম্পর্কিত খবর

X