বাংলাহান্ট ডেস্ক: বলিউডে কাস্টিং কাউচের (casting couch) উপস্থিতি এখন আর কোনো গোপন বিষয় নয়। বহু অভিনেতা অভিনেত্রী ইন্ডাস্ট্রির এই অন্ধকার দিকটার কথা তুলে ধরেছেন সর্বসমক্ষে। কয়েকজন প্রযোজক, পরিচালকদের মুখোশ টেনে খুলে দিয়েছেন। এবার অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী (divyanka tripathi) সতর্ক করলেন উঠতি অভিনেত্রীদের।
সম্প্রতি এক বলিউডি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে নিজের কাস্টিং কাউচের অভিজ্ঞতা শেয়ার করেন দিব্যাঙ্কা। তিনি জানান, তাঁকে এক পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। সে সময়ে কেরিয়ারে খুব খারাপ সময় যাচ্ছিল তাঁর। হাতে টাকা পয়সা ছিল না দিব্যাঙ্কার।
সেই কঠিন সময়ের কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, “একটা সময় এসেছিল যখন আমার কাছে টাকা ছিল না। এদিকে আমাকে একগাদা বিল, ইএমআই এর টাকা ভরতে হবে। অনেক চাপ চলছিল সে সময়ে। তখনি ওই প্রস্তাবটা আসে, এই পরিচালকের সঙ্গে রাত কাটালে বড় ব্রেক পাবে। ওরা এমন ভাবে বিষয়টা দেখায় যেন এটা করা ছাড়া আর কোনো উপায়ই নেই।”
তবে দিব্যাঙ্কা জানান, কেরিয়ারের শুরু থেকেই এই বিষয়গুলি নিয়ে কোনো নিরুত্তাপ ছিলেন তিনি। কোন পথটা ঠিক আর কোন পথটা ভুল সেটা বোঝার ক্ষমতা ছিল তাঁর। আর সে জন্য বাবা মায়ের শিক্ষাকেই ধন্যবাদ জানান দিব্যাঙ্কা। তবে যারা নতুন নতুন পা রাখছেন এই ইন্ডাস্ট্রিতে, তাদের আগেভাগে সতর্ক করে দিয়েছেন অভিনেত্রী।
দিব্যাঙ্কা জানান, কাস্টিং কাউচ মূলত উঠতি অভিনেত্রীদেরই নিশানা বানায়। তাদের লোভের ফাঁদে ফেলার চেষ্টা করে এই বলে যে অন্যরাও এভাবেই কাজ পাচ্ছে। এমনকি কেউ যদি তাদের প্রস্তাবে রাজি না হয় তবে তার কেরিয়ার নষ্ট করে দেওয়ারও হুমকি দেন এই পরিচালক প্রযোজকরা।
এমন পরিস্থিতিতে পড়তে হয়েছিল দিব্যাঙ্কাকেও। সাক্ষাৎকারে তিনি জানান, প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় এক সহ প্রযোজক প্রতিশোধ নিতে তাঁর সম্পর্কে ভুয়ো খবর ছড়িয়ে দেন। এতে সাময়িক ভাবে ক্ষতির মুখেও পড়তে হয়েছিল অভিনেত্রীকে। তবে কথায় বলে, প্রতিভাকে রোখা যায়না। ভুয়ো অভিযোগ দিয়ে আটকে রাখা যায়নি দিব্যাঙ্কাকেও। হিন্দি টেলিভিশন জগতের একজন নামী অভিনেত্রী হিসাবে স্থায়ী জায়গা বানিয়ে নিয়েছেন তিনি।