ভারতেরই অংশ পালিত হয় না দীপাবলি, পাল্টা পূজিত হন রাক্ষস মহাবলি

বাংলাহান্ট ডেস্কঃ আজ দীপাবলি (diwali), আলোর উৎসবে দেজে উঠেছে গোটা দেশ। চারিদিকে ঝলমল করছে আলোর রোশনাই। সারাবছর ধরে এই দিনের জন্য অপেক্ষারত দেশবাসী মেতে উঠেছে দীপাবলির আনন্দে। এই দিন অনেকেই সংসারের সুখ সমৃদ্ধির জন্য মা লক্ষ্মী এবং ভগবান গণেশের পুজো করে থাকেন। তাই কদিন আগে থাকতেই শুরু হয় সেই পুজোর প্রস্তুতি। ঘর পরিস্কার থেকে পুজোর জোগার, সবকিছুই চলে আনন্দ সহকারে।

তবে শুনলে অবাক হবেন, এই ভারতেই এমন কিছু জায়গা আছে, যেখানে পালিত হয় না দীপাবলি, করা হয় না পুজোও। এমনকি সেখানকার মানুষ জ্বালায় না প্রদীপও।

udayaditya barua xisPXJqwQkA unsplash 1635850538465 1635850559409

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় আজও পালিত হয় না দীপাবলি। সমস্ত উৎসব আনন্দ সহকারে পালন করলেও, এখানকার মানুষেরা পালন করে না দীপাবলি। করে না মা লক্ষ্মী এবং ভগবান গণেশের পুজোও। ফাটায় না কোনপ্রকার বাজি। সবথেকে বড় কথা এখানকার বাসিন্দারা জ্বালায় না প্রদীপও। কেরালায় দীপাবলি পালিত না হলেও, শুধুমাত্র কোচির মানুষেরা এই উৎসব পালন করে থাকে।

আসল কারণ হল, রাক্ষস মহাবলি কেরালায় রাজত্ব করতেন এবং তিনি এখানও সেখানে পূজিত হন। তাই অসুরের পরাজয়ে এখানকার মানুষ কোন আনন্দ করে না। আরও একটা কারণ, সেখানে হিন্দু ধর্মের মানুষও অনেক কম। এইসকল কারণের জন্য কেরালায় দীপাবলি পালিত হয় না।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর