আফগানদের বিরুদ্ধে ভারতের জয় নিয়ে খুশি শচিন, এই প্লেয়ারদের করলেন প্রশংসা

বাংলা হাট ডেস্কঃ বিশ্বকাপের দৌড়ে দুই ম্যাচ লাগাতার হারের পর রীতিমতো পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া। তবে অবশেষে বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে এসেছে তাদের প্রথম জয়। এই তৃতীয় ম্যাচে একদিকে যেমন দুরন্ত ভাবে সফল হয়েছে ভারতের ওপেনিং জুটি, তেমনি আবার হার্দিক, পান্থও দুরন্ত ভাবে ম্যাচ ফিনিশ করেছিলেন। রোহিত শর্মা (৪৭ বলে ৭৪), কেএল রাহুল (৪৮ বলে ৬৯), হার্দিক পান্ডিয়া (১৩ বলে অপরাজিত ৩৫) এবং ঋষভ পান্থ (১৩ বলে অপরাজিত ২৭) এই ম্যাচে প্রত্যেকেই যেভাবে জ্বলে ওঠেন এবার তার প্রশংসায় পঞ্চমুখ হলেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারও।

বিশেষত ভারতের ওপেনিং জুটি যেভাবে আফগান স্পিনারদের বিরুদ্ধে লাগাতার চালিয়ে আক্রমণ চালিয়ে গিয়েছে তা রীতিমতো ভালো লেগেছে শচীনের। ফেসবুক পেজে দেওয়া একটি ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, তার আশঙ্কা ছিল হয়ত বা শুরু থেকেই আফগানিস্তান দুদিক থেকে স্পিন আক্রমণ চালাবে। যার জেরে ভারতের দু একটি উইকেট শুরুর দিকেই তুলে নেওয়ার সম্পূর্ণ চেষ্টা করবে তারা। কিন্তু শচীন জানান, অসাধারণ খেলেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। আর সেই কারণেই রশিদের মত বোলারের প্রভাবও যথেষ্ট ফিকে হয়ে গিয়েছে।

শচীন বলেন, “ভারতীয় ব্যাটসম্যানরা আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানকে সুন্দরভাবে খেলেছেন। রশিদ তার চার ওভারে ৩৫-৩৬ রান দিয়েছেন।” রোহিত শর্মা যেভাবে মহম্মদ নবীকে খেলেছেন তারও প্রশংসা করেন তিনি। তিনি বলেন, “আজ রোহিতের সম্পর্কে আমার সবচেয়ে ভালো লেগেছে তা হল যেভাবে তিনি অফ-স্পিনার নবীকে ইনসাইড-আউটে (শট) খেলেছেন। তার অভিজ্ঞতা তাকে এই পরিস্থিতিতে সাহায্য করেছে। তিনি রাহুলের সাথে বেশ কিছু ভাল শর্টস খেলেছেন। এবার খেলতে গিয়ে তাকে খুব শান্ত দেখাচ্ছিল।”

sachintendulkar 1577338085

শুধু তাই নয় ওপেনিং জুটিতে ভারত যেভাবে খুচরো রান চুরি করে নিয়েছে তার প্রশংসা করেন শচীন। তিনি বলেন, পাওয়ার প্লের সময় সব সময় শট মারার কথা ভাবলে অনেক সময় সিঙ্গেল ডাবল রান মিস হয়ে যায়। আজ রোহিতরা তা হতে দেননি। প্রসঙ্গত উল্লেখ্য প্রথমে ব্যাটিং করে বুধবার ২১০ রানের বিশাল স্কোর কারা করেছিল ভারত। যা তাড়া করতে গিয়ে মাত্র ১৪৪ রানেই শেষ হয়ে যায় আফগানিস্তানের ইনিংস। এই জয়ের ফলে ভারতের নেট রানরেটেও অনেকটা উন্নতি হয়েছে। যদিও এখন আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারাতে না পারলে ভারতের পক্ষে সেমিফাইনালে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর