দীপাবলির সাজে ঘর হোক রঙিন ও আলোয় ভরা, কম খরচে দারুন ডেকর আইডিয়া রইল

Published on:

Published on:

Diwali want to decorate your home here are quick and affordable tips

বাংলা হান্ট ডেস্ক: কিছুদিন হল শেষ হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর ইতিমধ্যে দুয়ারে কড়া নাড়ছে আলোর উৎসব দীপাবলি ‌(Diwali)। আর এই উৎসবে শুধুমাত্র প্রদীপ বা মোমবাতি জ্বালানো নয়। এই সময় ঘর সাজানো হয় বিশেষ আনন্দে। কারণ সারা বছর ধরে যে ঘরটি একই রকম থাকে। সেই ঘরের সাজ বৃদ্ধি করার জন্য কারি কারি টাকা খরচ করার প্রয়োজন নেই। সামান্য কিছু টাকায় আপনি আপনার পুরনো ঘরকে নতুনভাবে সাজিয়ে তুলতে পারবেন এই আলোর উৎসবে। আজকের প্রতিবেদনে রইল বাড়ি সাজানোর কিছু টিপসের বিষয়।

দীপাবলিতে বাড়ি সাজাতে চান? রইল ঝটপট ও সাশ্রয়ী টিপস (Diwali)

১) পর্দা ও কুশন বদলে নিন: এই আলোর উৎসবে (Diwali) ঘরের রূপ বদল করতে চাইলে বদলে ফেলতে পারেন পর্দা অথবা কুশন এর রং। কারণ উজ্জ্বল রঙের অথবা পেস্টেল রং এর কুশন কভার ও পর্দা লাগালে ঘর আরও ঝকঝকে ও প্রাণবন্ত লাগবে।

 Diwali want to decorate your home here are quick and affordable tips

আরও পড়ুন: কুড়কুড়ে মোমো এখন ঘরেই সম্ভব! বিকালের চা-সঙ্গে জমে যাবে এই টেস্টি স্ন্যাক্স, প্রণালী জানুন

২) পুজোর আগে ঘর পরিষ্কার করুন: পুজোর সময় ঘর পরিষ্কার থাকলে ঘরের চেহারা এমনি বদলে যায়। আর সেখানে পরিষ্কার করার পর কাপড় বিছিয়ে প্রদীপ ও ফুল দিয়ে সাজান। পরিবেশ হবে পবিত্র ও উৎসবমুখর।

৩) সুগন্ধি মোম ব্যবহার করুন: এই আলোর উৎসবে ঘরে আলোর পাশাপাশি ঘরে সুগন্ধ আনার জন্য ব্যবহার করতে পারেন সুগন্ধি যুক্ত মোম। এই মোম গুলোর থেকে একটা মিষ্টি গন্ধ ঘরে ভরে ওঠে।

৪) টেবিল সাজানো: আপনি ডাইনিং টেবিল অথবা সাইট টেবিলে রং বেরঙের ফুল ও মোমবাতি দিয়ে সাজাতে পারেন। উৎসবে অতিথিরা আপনার বাড়িতে এলে, এই সাজ দেখে তাদেরও ভালো লাগবে।

৫) প্রদীপের সারি সাজাতে পারেন: দীপাবলীর (Diwali) দিন চাইলে আপনি ফুলের মালা দিয়ে একদিকে যেমন ঘর সাজাতে পারে। অপরদিকে ব্যবহার করতে পারেন মাটির প্রদীপ‌। এই প্রদীপের আলোয় আপনার ঘর ঝলমল করে উঠবে।