বাংলা হান্ট ডেস্ক : ইন্টারনেটের দৌলতে যেমন মানুষ স্মার্ট হয়ে য়াচ্ছে। তেমনি পাল্লা দিয়ে বাড়ছে কুঁড়েমি। তাই তো এখন আর যেমন ব্যাঙ্কের লাইনে হত্যে দিয়ে পড়ে থেকে টাকা তোলা কিংবা টাকা জমা দিতে হয় না। ঠিক তেমনি আস্তে আস্তে এটিএম-এর থেকেও উন্নত প্রযুক্তি উঠছে টাকা তোলার ক্ষেত্রে। এমনিতেই কার্ডলেস লেনদেনের সুবিধা রয়েছে। কিন্তু তার থেকে এবার কয়েক কদম ওপরে উঠল এসবিআইয়ের নতুন পরিষেবা।
তাই তো এখন আর বাজার করে ডেবিট বা ক্রেডিটে নয় কিংবা ক্যাশও নয়। নতুন প্রযুক্তির মাধ্যমে এক ক্লিকে স্মার্টফোনের মাধ্যমে টাকা পে করার সুযোগ রয়েছে। এই নতুন প্রযুক্তির নাম এসবিআই কার্ড মোবাইল অ্যাপ। যে অ্যাপের মাধ্যমে মোবাইল থেকে অটোমেটিক পে হয়ে যাবে। প্রযুক্তির খেলা বোধহয় একেই বলে। লেনদেনকে ডিজিটাল করে তুলতে যেমন একদিকে চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার।
তারসঙ্গে নতুন নতুন প্রযুক্তির সূচনাও করা হচ্ছে। একদিকে যেমন মানুষের সুবিধা বাড়বে ঠিক তেমনি কার্ড ক্লোনিং-এর সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে। তবে এই অ্যাপ ব্যবহার কি ভাবে করা যাবে- প্রথমে অ্যাপটি ডাউনলোড করে লগ ইন করে নিতে হবে। এরপর ক্রেডিট কার্ড নম্বর, সিভিভি ও জন্ম তারিখ দিতে হবে।
তারপর গ্রাহকের রেজিস্ট্রার মোবাইলে একটি ওটিপি যাবে। সেটি দিয়ে সেটিংস পরিবর্তণ করে নিয়ে পাসওয়ার্ড বদলে ফেলতে হবে। আরপর এম পিন সেট করতে হবে। তারপর শপিং করলেই ফোন আনলক করলেই টাকা কেটা নেবে অটোমেটিক।