একমাত্র ক্রিকেটার হিসাবে একদিনে ত্রিশতরান সম্পুর্ন করেছিলেন ব্র্যাডম্যান, আজও অক্ষত এই রেকর্ড

বাংলা হান্ট নিউজ ডেস্ক: টেস্ট ক্রিকেটে ত্রিশতরান করা একটি অত্যন্ত গর্বের মাইলফলক, যা বিশ্বের অনেক বড় বড় তারকারাও যেমন ভারতের তারকা ক্রিকেটার সচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ও অর্জন করতে পারেননি। সাধারণত এই মাইলফলক অর্জনের জন্য ব্যাটারদের প্রতিভার পাশাপাশি সৌভাগ্যও প্রয়োজন। সাধারণত ত্রিশতরান করা সময়সাপেক্ষ ব্যাপার এবং এটি করতে হলে টেস্ট ম্যাচে অন্তত ২ দিন ব্যাটিং করতে হয়।

আজ আমরা আপনাকে টেস্ট ইতিহাসের সেই মহান ব্যাটসম্যানের কথা মনে করিয়ে দিচ্ছি যিনি একদিনেই ত্রিশতরান করার মতো আশ্চর্যজনক কাজ করেছেন। ‘জেন্টেলম্যান গেম’ পছন্দ করা প্রত্যেক ব্যক্তি সেই কিংবদন্তি সম্পর্কে জানেন। সেই ইতিহাস সৃষ্টিকারী ব্যাটারের নাম ডন ব্র্যাডম্যান। যিনি টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ত্রিশতরান করেছিলেন সেই ইংল্যান্ডের ব্যাটসম্যান হলেন অ্যান্ডি স্যান্ডহাম, যিনি ১৯৩০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরূদ্ধে ৩২৫ রান করেছিলেন। কিন্তু একদিনে ত্রিশতরান করার প্রথম কীর্তিটা করেছিলেন অস্ট্রেলিয়ার স্যার ডন ব্র্যাডম্যান।

স্যার ডন ব্র্যাডম্যান ১৯৩০ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের একদিনে ৩০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ইতিহাস সৃষ্টি করেছিলেন। তিনি সেই ম্যাচের প্রথম দিনে একাদশ তম বলে ব্যাট করার সুযোগ পান অস্ট্রেলিয়ার ওপেনার আর্চি জ্যাকসন যখন মাত্র এক রান করে প্যাভিলিয়নে ফিরে যান। লিডসের হেডিংলে গ্রাউন্ডে খেলা এই ম্যাচে, স্যার ডন ব্র্যাডম্যান ২৭৩ রানের ব্যক্তিগত স্কোরে ইংলিশ উইকেটরক্ষক জর্জ ডাকওয়ার্থ জর্জ গেরির বলে তার ক্যাচ ফেলে দেওয়ায় নতুন জীবন পান। এরপর ব্র্যাডম্যান রেগি ফস্টারের রেকর্ড ভেঙে দেন, যিনি একদিনে সর্বোচ্চ ২৮৭ রান করেছিলেন। তার পাশাপাশি অজি কিংবদন্তি সেইদিনই ত্রিশতরান সম্পূর্ণ করেছিলেন।

ভারতীয় থেকে এখনও পর্যন্ত মাত্র ২ জন ব্যাটসম্যান ত্রিশতরান করেছেন, এই তালিকায় রয়েছে বীরেন্দ্র সেওবাগ এবং করুণ নায়ারের নাম। যদি আমরা ভারতীয়দের মধ্যে খেলা একদিনে সবচেয়ে বড় ইনিংসের কথা বলি তাহলে যে ইনিংসটির কথা উঠে আসে সেটি হল, ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচের একদিনের মধ্যে সেওবাগের করা ২৮৪ রানের ইনিংস।

Reetabrata Deb

সম্পর্কিত খবর