অমিত শাহের সঙ্গে নৈশভোজের পরেই সৌরভের রাজনীতিতে পদার্পণ নিয়ে বড় ঘোষনা স্ত্রী ডোনার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: তৃণমূল নাকি বিজেপি, সৌরভ গঙ্গোপাধ‍্যায় (Sourav Ganguly) রাজনীতিতে পা রাখলে কোন দলে যাবেন তা নিয়ে কৌতূহল বহুদিনের। বিসিসিআই সভাপতি অবশ‍্য সব দলের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখলেও রাজনীতির আঙিনায় আসার প্রস্তাবগুলো সযত্নে এড়িয়ে গিয়েছেন। তবে স্ত্রী ডোনা গঙ্গোপাধ‍্যায়ের (Dona Ganguly) মতে, সৌরভ রাজনীতিতে এলে ভালোই করবেন।

সদ‍্য বাংলা সফরে এসে মহারাজের বাড়িতে নৈশভোজে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সে রাতে কোন কোন পদে অতিথি আপ‍্যায়ন করলেন সৌরভ, দুজনের মধ‍্যে কথাই বা কী হল তা নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে সংবাদ মাধ‍্যমে। একটি সরকারি সাংষ্কৃতিক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে নৃত‍্য পরিবেশনও করেছেন ডোনা। তারপরেই সৌরভের রাজনীতি যোগ নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে।


শনিবার একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে এমন সব প্রশ্নেরই সম্মুখীন হন সৌরভ ডোনা। শাহী ভোজে খাওয়া দাওয়া ছাড়াও কী কী কথা হল তা নিয়ে প্রশ্ন উঠতে সৌরভ জায়া বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যাঁদের সঙ্গে নিয়ে এসেছিলেন তাঁদের তিনি নিজেই ডেকেছিলেন। জল্পনা অনেক তৈরি হচ্ছে। সেটাই মানুষের কাজ। তবে রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি।

মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের ব‍্যাপারে ডোনা বলেন, দিদি সৌরভের খুবই কাছের মানুষ। তবে এদিন জল্পনা বাড়িয়ে ডোনা বলেন, আগামী দিনে সৌরভ রাজনীতিতে যোগ দেবেন সেটা তিনি জানেন না। তবে আসলৈ ভালোই কাজ করবেন। মানুষের জন‍্য কাজ করবেন। এমনিও করেন। তবে রাজনীতিতে আসবেনই কিনা তা হলফ করতে পারবেন না তিনি।

দুদিনের বাংলা সফরের দ্বিতীয় দিনে অর্থাৎ শুক্রবার সন্ধ‍্যায় সৌরভ গঙ্গোপাধ‍্যায়ের বেহালার বাড়িতে যান অমিত শাহ। তবে তিনি একা নন। সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত এবং অমিত মালব‍্য।

সাবেকি বাঙালি এবং আধুনিক নিরামিষ খাবারে অতিথি আপ‍্যায়ণ করেন সৌরভ। সঙ্গে ছিলেন দাদা স্নেহাশিস চক্রবর্তী। স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজে হাতে পরিবেশন করে খাইয়েছেন সৌরভ জায়া ডোনা গঙ্গোপাধ‍্যায়। ডিনার টেবিলে শাহের পাশে বসেই খেয়েছেন সৌরভ।

X