‘আফগানিস্তানের পরিস্থিতির জন্য দায়ি বাইডেন’, রাষ্ট্রপতির পদত্যাগের দাবি তুলে একহাত নিলেন ট্রাম্প

বাংলাহান্ট ডেস্কঃ আফগানিস্তান (afghanistan) দখল করল তালিবানরা, আর অন্যদিকে অন্তর্দ্বন্দ্ব শুরু হল মার্কিন মুকুলে। আফগানিস্তানের এই পরিস্থিতির জন্য, আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (donald trump) দায়ী করলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে (joe biden)। দাবী করলেন, বাইডেনের পদত্যাগের।

৯/১১ হামলার পর, বিশ্ব জুড়ে চলতে থাকা আলকায়দার দাপট নিয়ন্ত্রণে এনেছিল মার্কিন সেনাবাহিনী। কিন্তু ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে তালিবানদের সঙ্গে দোহায় চুক্তি করেছিলেন ট্রাম্প। ঠিক হয়েছিল, আমেরিকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করলে, আফগানিস্তান থেকে মার্কিন সেনা ফিরিয়ে নেবে ট্রাম্প প্রশাসন। এরপর নির্বাচনে ট্রাম্প পরাজিত হয়ে বাইডেন ক্ষমতায় এলেও, সেই চুক্তির মান্যতা দেন জো বাইডেন।

Afghanistan to be renamed 'Islamic Emirate of Afghanistan'

ট্রাম্পের চুক্তি মতই, চলতি বছরের সেপ্টেম্বরের আগেই আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার পক্ষেই মত দেন বাইডেন। সেইমত কাজও শুরু হয়ে যায়। একদিকে যখন ২০ বছর পর আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরতে শুরু করে, ঠিক তখনই নিজেদের হারানো জায়গা ফিরে পেতে মরিয়া হয়ে ওঠে তালিবানরা। যার কারণেই আজকে এই সংকটের দিন দেখল আফগানবাসী।

আফগানিস্তানের এই পরিণতির জন্য বাইডেন সরকারকেই কাঠগড়ায় দাঁড় করালেন ট্রাম্প। তাঁর কথায়, ‘আপনারা আমায় মিস করছেন? আফগানিস্তানের এই লজ্জাজনক পরিস্থিতির জন্য, প্রেসি়ডেন্ট জো বাইডেনের পদত্যাগ করা উচিৎ। তিনি যা করলেন, তা অবিস্মরণীয়। আমেরিকার ইতিহাসে এই ঘটনা, চরম ব্যর্থতার দিন হিসেবে লেখা থাকবে’।

অন্যদিকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার চুক্তিতে ট্রাম্পের করা সইকে ইস্যু করে এবং নিজের কাজের স্বপক্ষে যুক্তি দিয়ে বাইডেন বলেন, ‘একজোট হতে হবে আফগান নেতাদের। তালিবানদের তুলনায়, সেখানে অনেক বেশি পরিমাণে রয়েছে আফগান সেনা। নিজেদের এবং নিজদের দেশের জন্য তাঁদের লড়তে হবে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর