বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে আসছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার পাকিস্তান (Donald Trump-Pakistan) সফর করতে পারেন। ইতিমধ্যেই জিও টিভি দাবি করেছে যে, ট্রাম্প আগামী ১৮ সেপ্টেম্বর পাকিস্তান সফর করতে পারেন।
আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে সফর করতে পারেন ট্রাম্প (Donald Trump-Pakistan):
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ট্রাম্প পাকিস্তানের (Donald Trump-Pakistan) সঙ্গে ভারত সফরও করতে পারেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আগামী সেপ্টেম্বরেই ভারতে কোয়াড নেতৃত্বদের একটি শীর্ষ সম্মেলন সম্পন্ন হবে। ভারত এই শীর্ষ সম্মেলনের আয়োজন করতে চলেছে।
এমন পরিস্থিতিতে ট্রাম্পেরও (Donald Trump-Pakistan) ভারতে আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সুনির্দিষ্ট তথ্য সামনে আসেনি। প্রসঙ্গত উল্লেখ্য যে, চলতি বছরের এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুরের পরেই দুই দেশের মধ্যে বেশ কয়েকদিনের লড়াইয়ের পর যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল।
সেই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প (Donald Trump-Pakistan) বেশ কয়েকবার দাবি করেছিলেন যে, তাঁর কারণেই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। যদিও, ভারত এই দাবি সম্পূর্ণ অস্বীকার করে। এমনকি, এই নিয়ে অনেক বিতর্কও হয়েছিল।
আরও পড়ুন: চতুর্থ টেস্টে আর কোনও ভুল নয়! কেমন হবে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন? মিলল পিচ রিপোর্টও
এদিকে, ডোনাল্ড ট্রাম্প (Donald Trump-Pakistan) যদি সত্যিই আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে সফর করেন, সেক্ষেত্রে গত দুই দশকের মধ্যে এটিই হবে কোনও মার্কিন রাষ্ট্রপতির প্রথম পাকিস্তান সফর। শেষবার ২০০৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পাকিস্তান সফর করেছিলেন।