এবারে শেষ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ? নির্বাচনে জিতেই পুতিন-জেলেনস্কিকে ফোন ট্রাম্পের, সামনে এল বড় আপডেট

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কমলা হ্যারিসকে পরাজিত করে ফের প্রেসিডেন্ট পদে আসীন হয়েছেন তিনি। এদিকে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে জয়লাভের ২ দিন পর অর্থাৎ গত ৭ নভেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলেছেন বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাঁরা ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। শুধু তাই নয়, ট্রাম্প পুতিনের উদ্দেশ্যে সংঘাত এড়ানোর অনুরোধ করেছেন বলেও জানা গিয়েছে।

নির্বাচনে জিতেই পুতিন-জেলেনস্কিকে ফোন ট্রাম্পের (Donald Trump):

এমতাবস্থায়, বিষয়টির সাথে জ্ঞাত সূত্রগুলি মিডিয়াকে জানিয়েছে যে, নবনির্বাচিত রাষ্ট্রপতি ট্রাম্পকে পুতিন অভিনন্দন জানিয়েছেন। তারপরেই ট্রাম্প পুতিনের সাথে আলোচনা করেন এবং আমেরিকা-রাশিয়ার সম্পর্ক পুনরুদ্ধার এবং ইউক্রেন যুদ্ধের অবসানের দিকে কাজ করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। রিপোর্টে বলা হয়েছে, ফ্লোরিডায় থাকার রিসর্ট থেকে ট্রাম্প (Donald Trump) পুতিনকে ফোন করেন এবং ইউক্রেন যুদ্ধকে এগিয়ে নিয়ে যাওয়ার বিরুদ্ধে পরামর্শ দেন। এর পাশাপাশি ইউরোপে ওয়াশিংটনের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতির কথাও তাঁকে স্মরণ করিয়ে দেন বলেও জানা গিয়েছে। যদিও এই বিষয়টির পরিপ্রেক্ষিতে আমেরিকা এবং রাশিয়ার তরফে কিছু নিশ্চিত করা হয়নি।

Donald Trump spoke by phone with Putin-Zelenskyy.

এদিকে, গত সপ্তাহে রাশিয়ার সোচিতে এক প্রকাশ্য অনুষ্ঠানে আমেরিকা এবং রাশিয়ার সম্পর্ক উন্নয়নের দিকে মনোযোগ দেওয়ার দরকার বলে পুতিন জানান, “ট্রাম্পের (Donald Trump) সাথে ফোনালাপ ভুল বলে মনে করবেন না। বিশ্বের কোনও নেতা যদি ফের যোগাযোগ স্থাপনের চেষ্টা করেন আমি তাঁর বিরুদ্ধে নই। আমরা ট্রাম্পের সাথে কথা বলতে প্রস্তুত।”

আরও পড়ুন: জল্পনাই হল সত্যি! অধিনায়ক রোহিত শর্মা হলেন “আউট”, অস্ট্রেলিয়া সিরিজের আগে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার

এর পাশাপাশি তিনি এটাও জানান যে, “আমার মতে, রাশিয়ার সাথে ফের সম্পর্ক স্থাপনের আকাঙ্ক্ষা এবং ইউক্রেন সঙ্কট অবসানে সহায়তা করার জন্য অবশ্যই মনোযোগের প্রয়োজন।” এছাড়াও, ট্রাম্পকে (Donald Trump) একজন “সাহসী মানুষ” হিসেবে উল্লেখ করে পুতিন জানান যে, গত জুলাইতে ট্রাম্পকে হত্যার চেষ্টার পর ট্রাম্প যেভাবে নিজেকে সামলেছেন তাতে তিনি মুগ্ধ।

আরও পড়ুন: কিছুতেই মনে পড়ছে না Wi-Fi পাসওয়ার্ড? চিন্তা নেই, একটা ক্লিকেই জেনে নিন এইভাবে

প্রসঙ্গত উল্লেখ্য যে, পুতিনের সাথে ফোনে কথা বলার পাশাপাশি গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথেও কথা বলেন ট্রাম্প (Donald Trump)। তিনি কিয়েভকে মার্কিন সামরিক ও আর্থিক সহায়তার ব্যাপ্তির সমালোচনা করে যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও, কিভাবে এই যুদ্ধের শেষ হবে তা বিশদে তিনি জানাননি। এর পাশাপাশি ধনকুবের ইলন মাস্কও জেলেনস্কির সাথে ফোনালাপে যুক্ত হয়েছিলেন। মাস্ক জানান যে, তিনি ইউক্রেনে স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ সরবরাহ অব্যাহত রাখবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর