সাবধান! সিঁদুর পরার সময় এই ভুল করলেই কমতে পারে স্বামীর আয়ু, তছনছ হয় দাম্পত্য জীবন

বাংলা হান্ট ডেস্ক : বিয়ের পর প্রত্যেকটি মেয়ের জীবনে স্বামীরা হয়ে ওঠেন গুরুত্বপূর্ণ অংশ। তাই স্ত্রীরা স্বামীর মঙ্গল কামনার জন্য নানা রকমের নিয়ম, ব্রত পালন করে থাকেন। বিশেষ করে স্বামীর কল্যাণের জন্য হিন্দু স্ত্রীরা প্রত্যেকদিন সিঁদুর  (Sindoor) পরে থাকেন। আমাদের হিন্দুধর্মে, আয়স্থি স্ত্রীদের সিঁদুর (Sindoor) পরার বিশেষ বিধান রয়েছে। কথিত আছে, বিবাহিত স্ত্রীদের সিঁদুরই (Sindoor) স্বামীর জীবনে দীর্ঘায়ু আনতে পারে। একই সাথে লাল টকটকে সিঁদুর (Sindoor) ভালোবাসারও প্রতীক। তবে মনে রাখবেন, শুধু সিঁদুর (Sindoor) পরলেই হলো না। সিঁদুর পরার বিশেষ নিয়ম রয়েছে।

সিঁদুর (Sindoor) পরার সময় করবেন না এই ভুল

শাস্ত্রমতে, আয়স্থী স্ত্রীদের সিঁদুর পরার সময় বিশেষ কিছু ভুল করতে নেই। একটি ছোট্ট ভুলই আপনার স্বামীর জীবনে ডেকে আনতে পারে বিরাট শঙ্কট। কমে যায় আয়ুকাল, লাগতে পারে বিধবা যোগ। শুধু তাই নয়, এই ভুলের কারণে দাম্পত্য জীবনে নেমে আসে কালো মেঘের ছায়া। তাই আজই এই বিষয়ে সাবধান হয়ে যান। এই ভুলগুলি কদাচিৎ করবেন না।

স্ত্রীরা সিঁদুর পরার সময় এই বিশেষ ভুলগুলির প্রতি খেয়াল রাখুন:

১) মঙ্গলবার সিঁদুর পরবেন না:

মঙ্গলবার ভুলেও কোনো বিবাহিত স্ত্রীরা সিঁদুর পরবেন না। যদিও এর পিছনে রয়েছে পৌরাণিক কাহিনী। সেই কাহিনী অনুসারে, বজরংবালি একবার সারা শরীরে সীতার সিঁদুর মেখে নিয়েছিলেন রামকে প্রসন্ন করার জন্য। তারপর থেকেই মঙ্গলবার করে মহিলাদের সিঁদুর না পরার বিধান চালু রয়েছে। এছাড়াও মঙ্গলবার হচ্ছে হনুমানজির বার, এইদিন প্রভুকে সিঁদুর নিবেদন করা হয়। তাই মঙ্গলবার করে স্ত্রীদের সিঁদুর না পরার পরামর্শ দেওয়া হয়।

২) স্নান না করে সিঁদুর পরা:

মনে রাখবেন স্নান না করে কখনোই সিঁদুর পরতে নেই। শাস্ত্র মতে সিঁদুর হচ্ছে অত্যন্ত পবিত্র একটি জিনিস। তাই সিঁদুর পড়ার আগে স্নান না করলে তাতে আপনার সংসারে স্বামীর অমঙ্গল ঘটতে পারে। সারাদিন আমরা ভিন্ন রকমের কাজে ব্যস্ত থাকি। আর সেখান থেকে নানা রকমের নোংরা গায়ে লেগে থাকে তাই এই পবিত্রতা বজায় রাখার জন্য এবং স্বামীর মঙ্গলের জন্য স্নান করে সিঁদুর না পরাই ভালো।

৩) চুল ভেজা অবস্থায়:

স্নান করার পর সিঁদুর লাগাবেন কিন্তু চুল ভেজা অবস্থায় সিঁদুর লাগাতে যাবেন না। প্রচলিত বিশ্বাস এতে করে স্বামী জীবনে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। তাই স্নান করার পর চুল ভালো করে মুছে, শুকিয়ে নিয়ে তারপরই পরবেন নচেৎ নয়।

আরও পড়ুন : হয়ে যান সাবধান! সুযোগ পেলেই চুমুক দিচ্ছেন কোল্ডড্রিঙ্কসে? এখনই সতর্ক না হলে পড়বেন চরম বিপদে

৪) লুকিয়ে সিঁদুর পরবেন না:

আজকালকার ফ্যাশনের দিনে মেয়েরা সিঁদুর পরতে হয় তাই পরেন। তবে পরলেও সেই সিঁদুর চুল দিয়ে লুকিয়ে রাখেন । কিন্তু এমন কাজ মোটেও করবেন না। কারন সিঁদুর হচ্ছে স্বামীদের মঙ্গলের চিহ্ন। আপনি যদি এমন কাজ করেন এতে করে স্বামীর আয়ু কমতে পারে। এমনকি কর্মজীবনে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়।

Sindoor

৫) বাঁকা সিঁদুর পরা:

সিঁদুর পরার নির্দিষ্ট নিয়ম হচ্ছে সোজা সিঁথিতে সিঁদুর পড়তে হয়। কিন্তু অনেকেই স্টাইলের জন্য বাঁকা সিঁথি করে সিঁদুর পরে থাকেন। তবে এইভাবে সিঁদুর পরা উচিত নয়।

৬) কাউকে ধার:

নিজের ব্যবহার করা সিঁদুর কখনো কোন মহিলাকে ধার দিতে যাবেন না। শাস্ত্রমতে, নিজের সিঁদুর অন্যকে ধার দিলে এতে আপনার দাম্পত্য জীবনের সুখ নষ্ট হতে পারে। সেই সাথে, অনেকসময় আপনার স্বামীর আপনার উপর থেকে ভালোবাসাও কমে যেতে পারে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর