বাংলাহান্ট ডেস্ক : বাঙালিদের কাছে দিঘা (Digha) যেন কখনোই পুরনো হয় না। মাঝেমধ্যেই কাজের স্ট্রেস কমাতে ছুটির দিনে অনেকেই পারি দেন সমুদ্র সৈকতে। দীঘার সঙ্গে যেন কোন কিছুরই তুলনা হয় না। এক কথায় বলতে গেলে, রাজ্যবাসীর ভালবাসার আর এক নাম দীঘা।
পশ্চিমবঙ্গের এই সৈকত নগরী ক্রমে আরও জনপ্রিয় হয়ে উঠছে। তাই পর্যটকদের কথা মাথায় রেখে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে সমুদ্র সৈকতকে। পরেরবার দীঘা গেলে অবশ্যই ঘুরে আসতে পারেন এই পাঁচ জায়গা থেকে। চলুন দেখেনি রাজ্য সরকারের উদ্যোগে দীঘায় তৈরি হচ্ছে কোন কোন পর্যটন স্থল।
দীঘার নতুন সি বিচ : নিউ দীঘা, ওল্ড দিঘার সি বিচ তো অনেক ঘুরলেন এবার ঘুরে আসুন ঢেউ সাগর থেকে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঢেউ সাগর নিয়ে নানান ভিডিও, ছবি প্রকাশ্যে আনা হয়েছে। ঢেউ সাগরের পাশাপাশি আগামী দিনে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে আরও দুটি নতুন বিচ। সেগুলি হল ভোর সাগর এবং সূর্য সাগর। এবার দীঘা গেলে এই দুই স্থান থেকেও ঘুরে আসবেন।
দীঘার নন্দনকানন : একটা সময় সবুজ বনানীতে ঢাকা ছিল দিঘা। সারি সারি মাথা তুলে দাঁড়িয়ে ছিল ঝাউ গাছ। যদিও বর্তমানে একগুচ্ছ হোটেল রিসোর্ট তৈরি হওয়ার কারণে বিলুপ্ত হয়ে গেছে সমুদ্রের ধারে থাকা সেই ঝাউ গাছগুলি। তবে খুব শীঘ্রই আবার সেই স্বাদ ফিরতে চলেছে। পর্যটকদের জন্য থাকছে নন্দনকানন। সমুদ্রের পাশাপাশি এবার প্রকৃতির মাঝেও সময় কাটাতে পারবেন আপনি।
পুরীর আদলে মন্দির : জগন্নাথ দেবের টানে এবার আর ছুটে যেতে হবে না পুরী। সেই আমেজ আগামী দিনে পাওয়া যাবে দিঘাতেই। রেল স্টেশনের পাশেই তৈরি হচ্ছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে আদলে দেবালয়। খুব দ্রুত শেষ হতে চলেছে এই কাজ।
কফি হাউজের আড্ডা : এবার দীঘায় পেয়ে যাবেন কফি হাউস। নিজের পছন্দের উষ্ণ পানীয়, স্নাক্স অর্ডার করে এবার চুটিয়ে আড্ডা দেওয়া যাবে কফি হাউসে।
মেরিন ড্রাইভ : বিগত বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে দীঘায় তৈরি হবে মেরিন ড্রাইভ। জোর কদমে চলছে সেই কাজ। সমুদ্রের গা ঘেঁষে দীর্ঘ ২৯ কিলোমিটার মেরিন ড্রাইভের সফর হয়ে থাকবে দীর্ঘদিনের স্মৃতি। আগামী দিনে আরও একটি লেনের সুবিধা পাওয়া যাবে দিঘাতে।