‘মুসলিম ডেলিভারি পারসন চাই না’, খাবার অর্ডার করার সময় লিখলেন এক সুইগি গ্রাহক

বাংলাহান্ট ডেস্ক : সুইগিতে খাবারের অর্ডার দেওয়ার সময় গ্রাহকের মেসেজ ফের বিতর্ক তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায়। হায়দ্ররাবাদের এক গ্রাহক সম্প্রতি সুইগির মাধ্যমে খাবার অর্ডার করার সময় উল্লেখ করেছেন যে তার খাবার যেন কোনও মুসলিম ডেলিভারি বয়ের মাধ্যমে না পাঠানো হয়। আর তার পরেই শুরু হয়েছে হায়দ্রাবাদে তোলপাড়।

জানা গিয়েছে যে, ঘটনাটি প্রকাশ্যে আসার পর, তেলেঙ্গানা রাজ্য JAC-এর চেয়ারম্যান শাইক সালাউদ্দিন বার্তাটির ভাইরাল স্ক্রিনশট শেয়ার করেছেন এবং সুইগিকে এই ধরনের বার্তাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

   

কিছু মাস আগে হায়দ্রাবাদের একজন সুইগির গ্রাহক মুসলিম ডেলিভারি বয়ের আনা খাবার প্রত্যাখ্যান করেছিলেন। লোকটির কথা অনুযায়ী, তিনি ডেলিভারি নির্দেশনায় স্পষ্টভাবে লিখেছেন, “খুব কম মশলাদার এবং হিন্দু ডেলিভারি ব্যক্তি নির্বাচন করুন।”

এদিকে, ওই মুসলিম ডেলিভারি বয় স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে এই মর্মে অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, অজয় কুমার নামের ওই গ্রাহক সুইগিতে ফালাকনুমার গ্র্যান্ড বাওয়ার্চি রেস্তোরাঁর চিকেন সিক্সটি ফাইভ অর্ডার করেছিলেন। কিন্তু সেই খাবার ডেলিভারি করতে আসার পরই তাকে এই সমস্যার সম্মুখীন হতে হয়

jpg 20220831 191329 0000

হায়দ্রাবাদে, Swiggy এবং Zomato দুটি সুপরিচিত খাদ্য সরবরাহ কোম্পানি। তাদের কথায়, হাজার হাজার ব্যক্তি, বিশেষ করে অন্যান্য জেলার মানুষেরা তাদের খাবারের জন্য এই পোর্টালগুলিতে নির্ভর করে। এই পরিস্থিতিতে তাদের কিছু গ্রাহকের কাছ থেকে এই ধরনের অনুরোধ শুধুমাত্র শহরের অর্থনীতিতে আঘাত করে না বরং বিতর্কও তৈরি করে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর