পুজোয় সস্তা মদ! এই অ্যাপগুলি ডাউনলোড করলেই পাবেন আপনার দুয়ারে

Published On:

বাংলা হান্ট ডেস্ক: পুজোর দিনগুলো (Durga Puja) মানেই দেদার খানাপিনা। অফিস-কাজ নেই, যার ফলে কোনও বাঁধন নেই। আর এই বাঁধন ছাড়া হওয়ার ফলে অনেকেই এই পুজোর দিনগুলিতে সুরাপান করে থাকেন। বন্ধুর বাড়িতে একসঙ্গে বসে দেদার আড্ডা আর বসে মদের আসর। এবার বাড়িতে বসিয়েই আনাতে পারবেন মদ (Liquor)। পুজোর সময় আর আসর ছেড়ে উঠে বা ভিড় রাস্তায় গিয়ে মদের দোকানে লাইন দিতে হবে না। অনেকেই লাইনে দাঁড়াতে পছন্দ করেন না। তাঁদের জন্য বিকল্প পথ রয়েছে।

পুজোয় চারটি অ্যাপের (App) উপর ভরসা রাখতে পারেন। এই অ্যাপগুলির মাধ্যমে বাড়িতে বসেই পেয়ে যাবেন আপনার মন পছন্দ ব্র্যান্ডের মদ। ওরাই মদ পৌঁছে দেবে আপনার দুয়ারে।

সুইগি-র (Swiggy) কথা অনেকেই জানেন। সুইগিতে‌ অর্ডার করলে খুব সহজেই বাড়িতে বসে পেয়ে যাবেন মদ। কিন্তু জানেন কি আরও অ্যাপ রয়েছে যারা খুব কম খরচেই আপনার দুয়ারে মদ পৌঁছে দেবে? এই অ্যাপগুলি ডাউনলোড করে রাখতে পারেন‌। Spencer Retail- এই অ্যাপের মাধ্যমে সব liquor pujaরকমের মদ অর্ডার দিতে পারবেন।

 

এছাড়াও রয়েছে Dooz। এই অ্যাপ জানাচ্ছে, কলকাতার যেখানেই হোক তারা এক ঘণ্টার মধ্যে আপনার ঠিকানায় মদ ডেলিভারি করে দেবে।

আরও একটি অ্যাপ রয়েছে, যার নাম Boozie। এই অ্যাপে মদ অর্ডার করলে এক কিমির মধ্যে কোনও ডেলিভারি ফি লাগবে না। শুধু মদের দাম দিলেই চলবে। তাহলে আর দেরি কেন? জলদি এই অ্যাপগুলি প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। আর মেতে উঠুন উল্লাসে।

সম্পর্কিত খবর

X