বাংলা হান্ট ডেস্ক : দেশে শুরু হয়েছে গণতন্ত্র উৎসব অর্থাৎ লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই ষষ্ঠ দফায় সম্পন্ন হয়ে গিয়েছে লোকসভা। এই অবস্থায় প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের একে অপরকে আক্রমণ করার পরিমাণও বেড়ে গিয়েছে বহুগুণ।
কিছুদিন আগেই আলওয়ার গণধর্ষণকাণ্ডে মায়াবতীর কান্নাকে নাকে “কুমিরের চোখের জল “বলে বলে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচনের মধ্যেই তার পাল্টা দিলেন বি এস পি সুপ্রিমো মায়াবতী। প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, ” প্রধানমন্ত্রী দলের প্রতি যে ভালোবাসা দেখাচ্ছে তা নিঃশব্দে দলের প্রতি নিপীরন। আসলে তা ড্রামাবাজি।”
শুধু তাই নয় প্রধানমন্ত্রী কে হেনস্তা করে তিনি আরও বলেন যে, ” যেই প্রধানমন্ত্রী রাজনৈতিক স্বার্থে নিজের স্ত্রীকে ছেড়ে দেন তিনি অন্যের স্ত্রী-বোনকে সম্মান করবেন কিভাবে?”
মায়াবতীর এই কথায় বেশ জল ঘোলা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।