করোনার বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে এবার DRDO! তৈরি করল ১০ হাজার লিটার অক্সিজেনধারী জাম্বো সিলিন্ডার

বাংলাহান্ট ডেস্কঃ মারণ ভাইরাসের (Corona) সংক্রমণে জেরবার গোটা দেশ। দিনে দিনে রেকর্ড হারে মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে করোনার বিরুদ্ধে লড়াইয়ে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে দেশে অক্সিজেনের আকাল (Oxygen shortage)। সেই অপর্যাপ্ত অক্সিজেনের ঘাটতি মেটাতে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে এবার লড়াইয়ের ময়দানে নামল DRDO।

দেশে অক্সিজেনের বিপুল হারে চাহিদা এবং পর্যাপ্ত যোগানের স্বার্থে অপেক্ষাকৃত বৃহৎ আকারের সিলিন্ডার (Oxygen Cylinder) তৈরি করল DRDO। সংস্থার তরফে জানানো হয়, এই বিগ সাইজ সিলিন্ডারে অক্সিজেন ধরবে ১০ হাজার লিটার। আর যা মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অক্সিজেনের ঘাটতি মেটাতে তুলনামূলক অনেকটাই কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে। আর DRDO-র এই বিশেষ উদ্যোগের কথা টুইট করে জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি লিখেছেন, ‘অক্সিজেনের আকাল মেটাতে ডিআরডিও বৃহৎ আকারের সিলিন্ডার তৈরি করেছে ‘।

India Covid: Families appeal for help in Delhi's oxygen shortage - BBC News

জানা গিয়েছে, ইতিমধ্যেই ডিআরডিও-র তরফে এমন ৭৫ টি সিলিন্ডার তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হাতে। পাশাপাশি আরও ৪০টি তুলে দেওয়া হয়েছে ক্যাবিনেট সেক্রেটারি আধারিকদের হাতে। এও জানা যাচ্ছে যে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরামর্শ অনুযায়ী দেশের বিভিন্ন রাজ্যে এই বিগ সাইজ সিলিন্ডার সরবরাহ করা হবে। সংস্থার জনসংযোগ আধিকারিক জানালেন যে, ‘কেন্দ্রের কাছে দেশের বিভিন্ন রাজ্য থেকে এই সিলিন্ডারের জন্য যেমন আবেদন আসবে, সেই অনুযায়ী সিলিন্ডার পাঠানোর ব্যবস্থা করা হবে’।

প্রসঙ্গত, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে করোনা PM CARES ফান্ড থেকে ৫০০ টি অক্সিজেন জেনারেশন প্লান্ট তৈরির পাশাপাশি, কেনা হবে ১ লক্ষ পোর্টেবল অক্সিজেন কনসেন্ট্রেটর। গত বুধবারই এই ঘোষণা করা হয়।

সম্পর্কিত খবর