“ ড্রিংক অ্যান্ড ড্রাইভ” আইনে মদ্যপানকারিদের আটক করে রাস্ট্রপতি পুরস্কার

মদ্য পান করে গাড়ি চালিয়ে তাতে কত মানুষ প্রান হারিয়েছেন, আবার অন্যদিকে গাড়িতে চাপা পড়েও কত মানুষ মারা গেছেন তার হিসেব নেই ড্রিংক অ্যান্ড ড্রাইভ এমন নানা কাজের জন্য সাধারণত পুলিশ ১০০ টাকা জরিমানা করে থাকে।

দেশে এই প্রথম সাধারণ মানুষের জন্য পুলিশ নিয়ম তৈরি করল যে, আপনি যদি ট্রাফিক আইন মেনে গাড়ি চালান তবে আপনার হাতে ১০০ টাকা পুরস্কার তুলে দেবে পুলিশ।২০১৮ সালে ৩১৬ জনের মৃত্যু হয়েছিল পথ দুর্ঘটনায়। ২০১৭ ও ২০১৬-তেও মারা গিয়েছেন বহু লোক। এই উদ্যোগ একই সঙ্গে দুর্ঘটনা রুখতেও কাজে আসবে বলে মনে করছে ওড়িশা পুলিশ। কিন্তু এসবকিছুর পরেও রাস্তায় মদ্যপান করে গাড়ি চালানোর প্রভাব একটুও কমেনি।

DD 3

 

 

আর এইবার মদ্যপান করে গাড়ি চালানোয় প্রায় ৬৮০ জন কে আটক করে একজন পুলিশ কর্মী পেতে চলেছেন বিশেষ পুরস্কার। তিনি পেতে চলেছেন এই বিশেষ সম্মানের পুরস্কার। ের আগেও এরকম অনেক মানুষকে চেয়েও আটকানো সম্ভব হয়নি। কিন্তু এবার এইকাজ করে নজির গড়লেন এই পুলিশ কর্মী । তাকে দেওয়া হয়েছে রাস্ট্র পতি পদক।

সম্পর্কিত খবর