বাবা রামদেবের উপর চাবুক চালালো আদালত! দিতে হবে এত কোটি টাকার জরিমানা

বাংলা হান্ট ডেস্ক: ফের আদালতে বড়সড় ধাক্কার সম্মুখীন হলেন বাবা রামদেব। এর আগে সুপ্রিম কোর্ট বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় বাবা রামদেব সহ আচার্য বালকৃষ্ণ এবং পতঞ্জলিকে (Patanjali Ayurved) তিরস্কার করেছিল। তবে, এখন বোম্বে হাইকোর্ট অবমাননার মামলায় পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডকে বিপুল অঙ্কের জরিমানা করেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বোম্বে হাইকোর্ট ২০২৩ সালের একটি অন্তর্বর্তী আদেশ অমান্য করার জন্য পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডকে ৪ কোটি টাকা জরিমানা করেছে। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ জানিয়েছে যে, পতঞ্জলি “ইচ্ছাকৃতভাবে” আদালতের আদেশ লঙ্ঘন করেছে। এদিকে, হাইকোর্টের এই সিদ্ধান্তে পতঞ্জলির (Patanjali Ayurved) শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি পতঞ্জলি ফুডস লিমিটেডের শেয়ারে তেমন কোনও প্রভাব দেখা যায়নি। খবর লেখা পর্যন্ত কোম্পানিটির শেয়ার ০.৩৭ শতাংশ কমে ১,৬৯৪.৩৫ টাকায় লেনদেন হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলম অর্গানিকস লিমিটেডের করা ট্রেডমার্ক লঙ্ঘনের আবেদন নিষ্পত্তি করার সময় আদালত পতঞ্জলির (Patanjali Ayurved) বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে। হাইকোর্ট পতঞ্জলিকে ২ সপ্তাহের মধ্যে ৪ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এদিকে, এই মাসের শুরুতে, আদালত কোম্পানিকে ৫০ লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল।

Due to Patanjali Ayurved, Baba Ramdev will have to pay a huge fine.

কর্পূরজাত পণ্য বিক্রি নিষিদ্ধ ছিল: মঙ্গলম অর্গানিকস লিমিটেডের দায়ের করা “ট্রেডমার্ক” লঙ্ঘনের মামলায় আদালত পতঞ্জলির (Patanjali Ayurved) কর্পূরজাত পণ্য বিক্রি নিষিদ্ধ করেছিল। মঙ্গলম অর্গানিকস পরে একটি আবেদন দাখিল করে দাবি করে যে পতঞ্জলি অন্তর্বর্তী আদেশ লঙ্ঘন করে কর্পূরজাত পণ্য বিক্রি করছে এবং তাই কোম্পানির বিরুদ্ধে অবমাননার ব্যবস্থা নেওয়া উচিত।

আরও পড়ুন: রক্তের গ্রীষ্মকালীন সঙ্কট মেটাতে বড় পদক্ষেপ! মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে সম্পন্ন হল মহতী রক্তদান শিবির

ইচ্ছাকৃত লঙ্ঘন: বম্বে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বলেছে, পতঞ্জলি (Patanjali Ayurved) যে আদালতের আদেশ লঙ্ঘন করতে চেয়েছিল তাতে কোনও সন্দেহ নেই। মঙ্গলম অর্গানিকস লিমিটেডের দায়ের করা আবেদনটি নিষ্পত্তি করার সময়, বেঞ্চ বলেছে পতঞ্জলিকে ২ সপ্তাহের মধ্যে জরিমানা জমা করতে হবে।

আরও পড়ুন: ভারতীয় রেলে বিপুল শূন্যপদে হচ্ছে নিয়োগ, জারি বিজ্ঞপ্তি, কিভাবে করবেন আবেদন?

পতঞ্জলি আয়ুর্বেদিক পণ্য তৈরি করে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেড দেশের একটি সুপরিচিত কোম্পানি। এটি আয়ুর্বেদিক পণ্য তৈরি এবং বিক্রি করে। সংস্থাটি যোগগুরু বাবা রামদেব এবং আচার্য বালকৃষ্ণ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। পতঞ্জলি আয়ুর্বেদ (Patanjali Ayurved) খুব অল্প সময়েই ভারতীয় বাজারে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করে নিয়েছে। পাশাপাশি, এই কোম্পানির একাধিক পণ্য তুমুল জনপ্রিয়তাও অর্জন করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর