নিজস্ব প্রতিনিধি, দমদম, ২৭ আগস্ট: প্রায় দেড় মাস আগের দুই বান্ধবীর অস্বাভাবিক মৃত্যুর মামলায় খুনের মামলা রুজু করেছে রেল পুলিশ। তদন্তে মৃত্যুর ঘটনায় অস্বাভাবিকতা লক্ষ করে জি আর পি। জানা গেছে বেলগাছিয়ার বাসিন্দা মৃত সোনালী সরদার ও তুলসী হালদার দুই বান্ধবী। ১৪ জুন দুপুরে এদের দেহ উদ্ধার হয় দমদম স্টেশনের অদূরে রেল লাইনের ধারে। আরো জানা গেছে গৃহবধূ সোনালীর এক তৃতীয় পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল। বাপ্পা মন্ডলের নামে এই যুবকের সঙ্গে প্রায় এক বছর ধরে মেলামেশা ছিল সোনালীর।
কিন্তু সোনালীর স্বামী সুশান্ত এবিষয়ে জানতেন না। সন্দেহ ডানা বাধে যখন বিয়েতে পাওয়া সোনালীর কিছু গহনার হদিশ মেলে না। পুলিশের সন্দেহ এই গহনায় লুকিয়ে দুই বান্ধবীর মৃত্যু রহস্য।
সোনালীর দাদা জানিয়েছেন, প্রথমে আমরা কিছু বুঝতে পারছিলাম না। পর বোনের বান্ধবীদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারি বাপ্পার নাম। টাকা গহনা অনেক কিছু বাড়ির থেকে পাওয়া যাচ্ছিল না। হয়ত টাকা গহনা বাপ্পার কাছে ফেরত চাইতে গিয়ে ওর এবং ওর বান্ধবীর এই দুর্গতি হল। পুলিশ জানিয়েছে সোমবার নিহত সোনালীর পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ জমা পড়েছে। তার পর খুনের মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে।
অস্বাভাবিকতা খতিয়ে দেখা হচ্ছে। সোনালীর স্বামী পেশায় মৎস্য ব্যবসায়ী। তাকে অন্ধকারে রেখে মাঝে মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেত তার স্ত্রী। যখন ট্রেনে ধাক্কা লাগে দুই বান্ধবীর ঠিক তার পরেই তিন যুবক বাইক নিয়ে ঘটনাস্থল ছেড়ে পালায় স্থানীয়রা সোনালীর দাদাকে জানিয়েছে।