২০৫ বছরের পুজোয় এই প্রথম বার থিমের ছোঁয়ায় থাকছে সত্যজিৎ রায় পরিচালিত বিখ্যাত ছবি ‘হিরক রাজার দেশে’

ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় দূর্গা পুজো হচ্ছে অভিনব থিমের ভাবনায়। সেই মতো জাম্বনি ব্লকের বিভিন্ন গ্রামের গুলির মধ্যে চিচিড়া গ্রামের পুজো অন্যতম। প্রায় ২০০ বছর আগে এই গ্রামেরই জমিদার কালিপ্রসাদ প্রামাণিকের স্বপ্নাদেশ পেয়েছিলেন। তারপর থেকেই শুরু হয়েছিল এই পুজো। প্রথমে শুধু ঘট বসিয়েই পুজো হত। বিগত ১৩৭তম বর্ষ থেকে মা এখানে মৃণ্ময়ী রুপ পেয়েছেন। এখানে ১টি সোনার দুর্গা মূর্তিও ছিল কিন্তু কয়েক বছর আগে সেটি চুরি হয়ে যায়। বিগত ৬৬ বছরের পুজোয় দর্শনার্থীদের ভাটা দেখা গিয়েছে এই মন্ডপে। তাই এবছর থিমের ভাবনায় উপনীত হয়েছেন চিচিড়া সর্বজনীন দুর্গাপুজা কমিটি। এবারের থিমের ভাবনায় রয়েছে সত্যজিৎ রায় পরিচালিত বিখ্যাত ছবি ‘হিরক রাজার দেশে’। এবারের পুজোর বাজেট ৬লক্ষ টাকা।

প্রথমে ঢুকলেই দর্শনার্থীদের জন্য থাকছে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন গুপি গাইন ও বাঘা বাইন। মন্ডপের মধ্যে ঢুকলেই দেখা যাবে সত্যজিৎ রায় পরিচালিত ‘হিরক রাজার দেশে’ ছবির বিভিন্ন জিনিস। যখনি মন্ডপে ঢুকবেন পেরোতে হবে একটি গুহার মধ্য দিয়ে। তারপর থাকছে কয়লার খনি। সেই খনির মধ্যে রয়েছে রাজসভায়। রজাসভায় বসে রয়েছেন মন্ত্রীত্ব, জ্যোতিষী অন্যান্য লোকজনরা। রাজসভা পেরোলেই দেখা যাবে স্থায়ী মন্ডপে একচালে সাবেকিয়ানা সাজে রয়েছেন মা দূর্গা। পুরো মন্ডপের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষনীয় রয়েছে ‘হিরক রাজার দেশে’ ছবির শেষ অংশ। ‘দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান’ এই মজার দৃশ্যটিও দেখানো হবে থিমের মধ্য দিয়ে। এই পুজোর প্যান্ডেল তৈরির কাজে ব্যাবহার হচ্ছে বাঁশ, চট, বাটাম, গঙ্গামাটি, ও রং।

911d8683 e0f0 4edd a3ca b7201ecde757
পুজো কমিটির সম্পাদক কল্যান কুমার কুইলা বলেন, আগের বছর গুলিতে আমাদের এই পুজোয় খুব কম লোকজন আসছিলেন তাই এইবছর এই প্রথমবার থিমের ভাবনায় উপনীত হয়েছি। আমাদের এই এলাকায় দুই ধর্মের মানুষ বাস করেন কিন্তু এই পুজো কে ঘিরে কোনোদিন কোনো ঝগড়া বা গন্ডগোল হয়নি এই এলাকায়। চারপাশের গ্রাম থেকে লোক আসেন এই পুজো দেখতে। এবারের পুজোতে দর্শনার্থীদের ভীড় হবে আমরা আশাবাদী। তাছাড়া বিভিন্ন সরকারি প্রকল্প গুলি, প্লাস্টিক বর্জনের বার্তাও দেওয়া হবে ব্যানারের মধ্য দিয়ে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর