বাংলা হান্ট ডেস্কঃ পুজো (Durga puja 2023) আসছে এই ফিলিংসটাই আনন্দের। তবে একবার পুজো এলেই চোখের পলকে যেন শেষে হয়ে যায়। আজ বিজয়া দশমী। মায়ের বিদায়ের পালা। মন ভার হওয়ার দিন।
গোটা একটা বছর ধরে বাঙালিরা পুজোর এই চারটে দিনের অপেক্ষা করে। আড্ডা, খাওয়া-দাওয়া, হই-হুল্লোড়ে কেটে গেল এ বারের পুজো। মন একটু খারাপ তো থাকবেই, তবে ওই একটাই সান্ত্বনা, ‘আবার কবে, বছর পরে ‘।
আরও পড়ুন: রেকর্ড লক্ষীলাভ! বাংলাজুড়ে পুজোয় ব্যবসার পরিমাণ কত হাজার কোটি জানলে ভিরমি খাবেন
এখন থেকেই পরের বছর দুর্গাপুজোর অপেক্ষা শুরু বাঙালির। বিজয়া দশমীর দিন থেকেই পরের বছর দুর্গাপুজোর ভাবনা-চিন্তা শুরু। তবে আগামী বছর দুর্গাপুজো কবে শুরু? মহালয়া কোন দিন পড়েছে? এই সব প্রশ্নই যদি আপনার মনে আসে তাহলে ঝটপট পড়ে ফেলুন এই প্রতিবেদনটি।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে কালীঘাটের কাকু মামলায় এবার SSKM হাসপাতালকে চিঠি দিল ED, তুঙ্গে শোরগোল
আগামী বছর অর্থাৎ ২০২৪ (Durga puja 2024) সালে মহালয়া পড়েছে ২ অক্টোবর, গান্ধীজয়ন্তীর দিনে। গান্ধীজয়ন্তীতে এমনিতেই ছুটি থাকে, তাই মহালয়ার ছুটিটাই নষ্ট। এরপর পঞ্চমী পড়ছে ৮ অক্টোবর মঙ্গলবার। ষষ্ঠী পড়েছে ৯ অক্টোবর বুধবার।
আরও পড়ুন: বীরভূমের এই গ্রামে সমস্ত নিয়ম-আচার মেনে দুর্গাপুজো করেন মুসলিমরা, কেন জানেন?
১০ অক্টোবর, বৃহস্পতিবার পড়েছে মহাসপ্তমী। ১১ অক্টোবর শুক্রবার পড়েছে মহাঅষ্টমী। ১২ অক্টোবর শনিবার মহানবমী। আর ১৩ অক্টোবর রবিবার বিজয়া দশমী।