পুজোয় আর ভিড় নয়, ‘Pujo Bondhu’ অ্যাপ জানাবে মণ্ডপের দূরত্ব ও দেবীদর্শনের পথ

Published on:

Published on:

Durga Puja no hassle in devi darshan Pujo Bondhu app is at your side

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দর্শন করতে বেরিয়ে পড়েছেন দর্শনার্থীরা। তার ওপর পুজো মানে এক অন্যরকম উন্মাদনা। সারা বছর ধরে এই চারটে দিনের অপেক্ষায় থাকে প্রতিটা বাঙালি।

তাই এই কয়েকদিন রাস্তায় বেরিয়ে যেতে সমস্যায় না পড়তে হয় সেই দিকে নজর পুলিশ প্রশাসনের। তাই সেই সব কথা মাথায় রেখে এবার পুজোয় (Durga Puja) ‘Pujo Bondhu’ নামে একটি অ্যাপ আনছে কলকাতা পুলিশ।

দেবীদর্শনে ঝামেলা নয়, পাশে ‘Pujo Bondhu’ অ্যাপ (Durga Puja)

কলকাতা পুলিশের তরফ থেকে দুর্গাপুজোর (Durga Puja) চতুর্থীর দিন অর্থাৎ শুক্রবার লঞ্চ করা হল এই অ্যাপটি। প্লে স্টোর থেকে এই অ্যাপটি আপনি ডাউনলোড করতে পারবেন। এবার নিশ্চয়ই ভাবছেন কি কি মিলবে এই অ্যাপে।

 Durga Puja no hassle in devi darshan Pujo Bondhu app is at your side

আরও পড়ুন: অকাল বোধনের আবহে সেজে উঠছে সিংহী পার্ক, দেখুন থিম মণ্ডপের ঝলক

জানা গিয়েছে অ্যাপ লোকেসন অনুযায়ী বাড়িতে বসেই আপনি দেখতে পাবেন।। ছবি দেখে সিদ্ধান্ত নিতে পারবেন যে সশরিবেশে প্যান্ডেলে পৌঁছবেন কিনা। এছাড়া আপনার লোকেশন থেকে কতটা দূরে প্যান্ডেল তাও জানিয়ে দেবে এই অ্যাপ। এছাড়াও নিকটবর্তী এটিএম, বাস্তব ও পার্কিং এর সন্ধান মিলবে এই অ্যাপের সাহায্যে।

পাশাপাশি পুজোর ভিড়ে অনেকেই রাস্তায় নানা রকম সমস্যায় পড়েন। সে ক্ষেত্রে রয়েছে এমারজেন্সি নম্বর। কলকাতা পুলিশের তরফ থেকে পুজোয় (Durga Puja) স্কিয়স্ক খোলা হচ্ছে। সেখানে সাইবার জালিয়াতি নিয়েও সতর্ক করা হবে। পাশাপাশি কলকাতা পুলিশের তরফ থেকে ওয়েবসাইট লঞ্চ করা হচ্ছে বলে জানা যায়।