বাংলা হান্ট ডেস্ক: বাঙালি সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো (Durga Pujo)। বছরের নতুন ক্যালেন্ডার বা পঞ্জিকা হাতে পেলে সবার আগে বাঙালি যে দিনগুলি দেখার জন্য আপ্লুত থাকেন, তার মধ্যে দুর্গা পুজো একটি। সারা বিশ্বে বাঙালির জাঁকজমক ভাবে এই পুজো উদযাপন করে। তবে পুরান মতে, দেবী দুর্গার (Maa Durga) মর্তে আগমন ও গমনের উপর নির্ভর করে গোটা বছরটা বিশ্ববাসীর কেমন যাবে। তো জেনে নিন এই বছর দেবীর আগমন কীসে, আর যাবেন কীসে।
২০২৫ সালে মা দুর্গার আগমন ও গমন কীসে? (Durga Pujo)
হাতেগুনে আর ৩৮ দিন। তারপরই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো (Durga Pujo)। বৈদিক জ্যোতিষ মতে চৈত্র মাসে বাসন্তী পূজা দেবীর আগমন ও আশ্বিন মাসে দেবী দুর্গার আগমন ঘিরে বেশ কিছু ইঙ্গিত থাকে। দেবী দুর্গা কোন বাগনে চড়ে মরতে আসছেন, সে বিষয়ে প্রতিবছর শাস্ত্রমত অনুযায়ী প্রাসঙ্গিক। চলতি বছরেও দুর্গাপুজো ঘিরে ক্যালেন্ডারের নজর রয়েছে প্রতিটি বাঙালির। তো জেনে নিন মা দুর্গা এবার আসছেন কীসে?
২০২৫ সালে, দেবী দুর্গার আগমন হচ্ছে গজে। এটি মূলত শান্তি ও সমৃদ্ধির প্রতীক। গজে আগমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়ে ওঠে। পাশাপাশি এই বছর দেবী গমন করছে দোলায়। এর ফলে মহামারী ও মোড়ক দেখা দিতে পারে।
আরও পড়ুন: লক্ষ্মীবারে এক লাফে বাড়ল হলুদ ধাতুর দর, প্রতি গ্রাম কিনতে কত খরচ হবে জানুন…
কোন বাহন কীসের প্রতীক?
ঘোটক: ঘোটক বা ঘোড়ার অর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির এলোমেলো অবস্থা। যুদ্ধ-বিগ্রহ, অশান্তি, বিপ্লব ইত্যাদির সংকেত।
দোলা: দোলা অর্থাৎ পালকি হল মহামারী বা মড়কের প্রতীক।
গজ: গজ বা হাতি হল শান্তি ও সমৃদ্ধির প্রতীক। গজে আগমন বা গমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়।
নৌকা: নৌকা বন্যার প্রতীক। আবার অনেকে মনে করেন, নৌকায় দেবী দুর্গার আগমন হলে চারিদিকে ভাল ফসল হয় ।
শাস্ত্র মতে যেহেতু ২০২৫ সালের দেবীর (Maa Durga) আগমন গজে হচ্ছে। তাতে মত্ত লোক সুখ শান্তিতে ভরে উঠবে। পাশাপাশি ধরাধামে আসবে সমৃদ্ধি। এক কথায় বলা গেলে, দেবীর আগমন যদি গজে হলে ভক্তদের মনের ইচ্ছা পূর্ণ হয়। কথিত রয়েছে পরিশ্রমে সুফল মেলে গজে দেবীর আগমন হলে। পাশাপাশি বৃষ্টির দিক থেকে অতি বৃষ্টি বা অনাবৃষ্টি হয় না। বর্ষণ থাকেও ঠিকঠাক।
গমন হবে দোলা বা পালকিতে। শাস্ত্র মতে বলা হয়, দোলায়াং থেকে এসেছে দোলা। দোলা কথার অর্থ হলো পালকি। দুর্গার আগমন বা গমন যদি দোলায় হয় তাহলে মহামারী, ভূমিকম্প, অতি মৃত্যু ইত্যাদি ঘটে। পাশাপাশি হয় দুর্ভোগ ও দুর্যোগ। যেহেতু বিজয়া দশমী এবার বৃহস্পতিবার পড়েছে। তাই ২০২৫ সালে দেবীর গমন দোলায়। আর যেহেতু সপ্তমী এবার সোমবার পড়েছে তাই দেবীর আগমন গজে।
(Disclaimer:এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই বাংলা হান্টে-র।)