বিজেপিকে ঝাঁটা মারার নিদান ‘দিদির দূত’-র! পাল্টা নিজেই পেলেন ‘তোলাবাজ’ তকমা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : এগিয়ে আসছে পঞ্চায়েত ভোট। দলীয় নেতাকর্মীদের জনসংযোগ ও মানুষের অভাব অভিযোগ শুনতে তৃণমূলের তরফে ‘দিদির দূত’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আর এই কর্মসূচিকে কেন্দ্র করে বহুক্ষেত্রেই শাসক ও বিরোধী তরজা তুঙ্গে উঠছে। এবার ঘটনাস্থল বাঁকুড়ার জয়পুর ব্লকের একটি গ্রাম। সেখানে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির প্রচারে এসে বিজেপিকে ‘ঝাঁটা মারা’র নিদান দিলেন ‘দিদির দূত’ !

যদিও, ‘দিদির দূত’ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) স্থানীয় ব্লক সভাপতি কৌশিক বটব্যাল তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে মানতে নারাজ। তিনি অবশ্য স্পষ্ট করেই উল্লেখ করেছেন, তিনি কাউকে ঝাঁটা মারার নিদান দেননি ৷ বরং কৌশিক বটব্যালের কথায়, ‘এলাকার মা-বোনেরা’ই বলছেন, তাঁরা বিজেপিকে ‘ঝাঁটা মেরে বিদায় করবেন’ ! তবে, এই বক্তব্য প্রসঙ্গে কৌশিক বটব্যালকে পালটা ‘তোলাবাজ’ বলে উল্লেখ করেছেন স্থানীয় বিজেপি নেতা নীরজ কুমার ৷

প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার জয়পুর ব্লকের বাড়ি বাড়ি ঘোরেন কৌশিক। বলা বাহুল্য, পঞ্চায়েত নির্বাচনের আগে বাঁকুড়ায় (Bankura) সংগঠন পোক্ত করতে এবং মানুষের সমর্থন পেতে মরিয়া তৃণমূলের হাতিয়ার কৌশিক বটব্যাল। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি৷ তাদের অভাব, অভিযোগ মন দিয়ে শোনার পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন৷ শুধু তাই নয়, সবশেষে বিজেপিকে ঝাঁটা মারারও নিদান দেন !

tmc didir suraksha kawach

কৌশিক বলেন, “তৃণমূল কংগ্রেসের শাসনে এলাকার মানুষ অত্যন্ত খুশি ৷ তাঁদের অভিযোগ মূলত দু’টি ৷ প্রথমত, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আবেদন করেও ঘর পাননি তাঁরা। দ্বিতীয়ত, ১০০ দিনের কাজের টাকা পাচ্ছেন না তাঁরা৷” এই দু’টি ঘটনার জন্যই বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন কৌশিক। তাঁর দাবি, এই দু’টি কারণেই এলাকার মা-বোনেরা বিজেপিকে ‘মার ঝাড়ু মার, ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদেয় কর’ বলছেন !

 

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X