ইচ্ছে থাকলেও শেষপর্যন্ত হানিমুন স্পেশাল ছবি শেয়ার করতে পারলেন না মোহর! আক্ষেপ ফেসবুকে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছিলেন গায়ক দুর্নিবার সাহা (Durnibar Saha) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prasenjit Chatterjee) ব্যক্তিগত জনসংযোগ আধিকারিক ঐন্দ্রিলা সেন ওরফে মোহর। কিন্তু, সাত পাকে বাঁধা পড়ার প্রাক মুহূর্ত থেকেই যেন একের পর এক কটাক্ষের শিকার হচ্ছেন যুগলে। বলা বাহুল্য, রীতিমতো নেটপাড়ার রোষের মুখে পড়েছেন ‘সারেগামাপা’ খ্যাত এই গায়ক ও তার দ্বিতীয় স্ত্রী। এবার, সোশ্যাল মিডিয়াতেই নিজের আক্ষেপের কথা তুলে ধরলেন মোহর।

বলা বাহুল্য, দুর্নিবারের প্রথম বিয়ে ভাঙার পর থেকেই যেন চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ঐন্দ্রিলা সেন। এমনকি, মোহরের জন্যই মীনাক্ষী আর দুর্নিবারের সোনার সংসার ভেঙেছে বলেও অনেকে মন্তব্য করেন। এরপর দুর্নিবার-মোহরের বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই নানাভাবে হেনস্থা করা হয় এই নব দম্পতিকে। যদিও, এই সেলেব যুগল প্রথম থেকেই অন্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন। এমনকি, নিজেদের জীবনে সুখী থাকার বার্তাই তারা দিয়েছেন বারবার।

কিন্তু, আসল কথা হল, একটা ‘বিয়ে’কে কেন্দ্র করে এত কথা শুনতে কার ভালো লাগে! মোহর-দুর্নিবার জুটিও ব্যতিক্রম নন। অবশেষে বলা যায়, একপ্রকার বাধ্য হয়েই মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জনসংযোগ আধিকারিক। এবার ফেসবুকে (Facebook) একরাশ মন খারাপ নিয়ে মোহর পোস্ট করলেন, “হানিমুনের ছবি চেয়েও পোস্ট করতে পারছি না, আপনাদের জন্য।” তবে, এই মন্তব্যের পাশাপাশি আরোও একটি প্রসঙ্গ তুলে ধরেছেন তিনি।

Durnibar mohor

পাশাপাশি মোহরের কথায়, “পাত্তা দিচ্ছি ভাববেন না, নিজের এবং আপনজনদের শান্তিকে প্রাধান্য দিচ্ছি এবং দেব। তাই।” মোহর সেনের পোস্টের কমেন্ট বক্স জুড়ে রয়েছে ইতিবাচক মন্তব্য। এদিকে, কোনরকম ‘নেগেটিভ’ বিষয় না ভেবে এই নব দম্পতিকে নিজেদের সুন্দর মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার পরামর্শই দিয়েছেন অসংখ্য শুভাকাঙ্খী থেকে বন্ধুবান্ধব সকলেই। তবে, ঐন্দ্রিলা সেন কবে তাদের হানিমুন (Honeymoon) স্পেশাল ছবি প্রকাশ্যে আনেন সেটাই এখন দেখার বিষয়।

 

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X