নবী বিতর্কে ভারতের পাশে নেদারল্যান্ডসের সাংসদ, তোলেন কোরআন নিষিদ্ধ করার দাবি! চেনেন এনাকে?

বাংলা হান্ট ডেস্কঃ পয়গম্বর বিতর্ক মাঝে আন্তর্জাতিক মহলে ক্রমশ দেওয়ালে পিঠ ঠেকে চলেছে ভারত সরকারের। একের পর এক দেশগুলি ভারত বয়কটের ডাক দেওয়ায় জেরবার হয়ে পড়েছে কেন্দ্র। এর মাঝেই যে বিজেপি নেত্রীকে নিয়ে সমস্যার সূত্রপাত, সেই নূপুর শর্মাকে সাসপেন্ড পর্যন্ত করে দল। তবে এবার প্রাক্তন বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্যকে সমর্থন করতে দেখা গেল সুদূর নেদারল্যান্ডসের এক নেতাকে। তার নাম গির্ট উইলডার্স। নূপুর শর্মাকে সমর্থন করে একটি টুইট করতেও দেখা যায় তাঁকে। স্বভাবতই প্রশ্ন উঠে গিয়েছে, কে এই নেতা কিংবা যে মুহূর্তে সকল দেশগুলি ক্রমশই ভারতকে একঘরে করে দিয়েছে, তখন হঠাৎ কি কারণে ভারতের পাশে দাঁড়ালেন তিনি?

উল্লেখ্য, 1966 সালে জন্মগ্রহণ করেন এই ডানপন্থী নেতা। প্রথম থেকেই তিনি ইসলামবিরোধী বলে জানা গিয়েছে। ‘পার্টি অব ফ্রিডম’ দলের প্রতিষ্ঠাতা উইলডার্সকে অতীতেও একাধিকবার মুসলিমদের প্রতি আক্রমণ করতে দেখা গিয়েছে। এক্ষেত্রে মুসলিম জঙ্গি সংগঠনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “মুসলিম দেশগুলোতে গণতন্ত্র কিংবা শাসন বলে কিছুই নেই।” সে দেশের জনসাধারণের স্বাধীনতা নেই বলে মত উইলডার্সের।

নেদারল্যান্ডসের সংসদের প্রতিনিধি এই নেতা আজ থেকে পাঁচ বছর পূর্বে মুসলিম ধর্মগ্রন্থ কোরানকে নিষিদ্ধ করারও দাবি তোলেন, যা নিয়ে সেইসময় বিতর্ক চরমে পৌঁছায়। আর এবার প্রাক্তন বিজেপি নেত্রী নুপুর শর্মার বক্তব্যকে সমর্থন করে টুইট করলেন তিনি।

jpg 20220609 185539 0000

এদিন উইলডার্স লেখেন, “সব সময় কাউকে সন্তুষ্ট করে যদি কাজ চালানো হয়, তাহলে উল্টে ক্ষতি হবে। আমার সকল ভারতীয় বন্ধু, ইসলামিক দেশগুলোকে ভয় পেয়ো না এবং নিজেদের নেত্রীর উপর গর্ববোধ করো। বিপদের সময় তার পাশে দাঁড়াও।” এছাড়াও তিনি লেখেন, “মুসলিম দেশগুলো আসলে ‘ভণ্ড’। সেখানে আইন থেকে শুরু করে গণতন্ত্র কিংবা স্বাধীনতা বলে কিছুই নেই। এসকল দেশগুলিতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন এবং অত্যাচার ছাড়া আর কিছুই হয় না।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর