ইঁটবৃষ্টি, লাঠিচার্জ, DYFI-র উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার! টেনে-হিঁচড়ে মীনাক্ষীকে নিয়ে গেল পুলিশ

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে তোলপাড় রাজ্য। কেলেঙ্কারি ইস্যুতে নাম জড়িয়েছে একের পর এক শাসকদলের নেতা-মন্ত্রীর। জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বহুজনা। এই নিয়েই লাগাতার হতে থাকা দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে সুর চড়িয়েছে রাজ্যের সমস্ত বিরোধী দল।
বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি প্রতিবাদ ও স্বচ্ছ নিয়োগের দাবি জানিয়ে উত্তরকন্যা অভিযান কর্মসূচি নিয়েছিল ডিওয়াইএফআই (DYFI)। আর সেই কর্মসূচি ঘিরেই রণক্ষেত্রের চেহারা নিল শিলিগুড়ি (Siliguri)।

প্রথমে শিলিগুড়ির মহানন্দা সেতুতে জমায়েত শুরু করেন ডিওয়াইএফআইয়ের সদস্যরা। দার্জিলিং, জলপাইগুড়ি-সহ বিভিন্ন জেলা থেকে কর্মীরা এসে জড়ো হন মহানন্দা সেতু সংলগ্ন মোহনবাগান অ্যাভিনিউয়ে। সেখান থেকে মিছিল গিয়ে পৌঁছয় শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে। সেখানেই পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বাধে। অভিযোগ হঠাৎই লাঠিচার্জ শুরু করে পুলিশ।

এরপর সটান রাস্তায় বসে চলে কর্মীদের প্রতিবাদ-বিক্ষোভ চলে। রণক্ষেত্রের চেহারা নেয় পরিস্থিতি। উড়ে আসে ইট, লাঠির বাড়ি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। শুধু তাই নয় এরপর কার্যত টেনে-হিঁচড়ে বল প্রয়োগ করে আন্দোলনকারীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ।

dyfi agitation

মীনাক্ষী মুখোপাধ্যায়কে (Minakshi Mukherjee) চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় পুলিশ। মীনাক্ষীর বক্তব্য, “আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। আমাদের আটকে দেওয়ার কারণ কী? পুলিশ অন্যায় করছে, পুলিশ ভুল করছে।” মীনাক্ষী সহ আরও ৩২ জনকে আটক করা হয়। সূত্রের খবর ইটের আঘাতে জখম হয়েছেন বেশ কয়েক জন পুলিশকর্মী। পাশাপাশি আহত ২ DYFI কর্মী।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর