পূর্বে রাম মন্দির নির্মানের আন্দোলনে গ্রেপ্তার হয়েছিল আডবাণী, সোশ্যাল মিডিয়ায় উঠছে পুরানো স্মৃতিগাথা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ আগামী ৫ ই অগস্ট অযোধ্যায় (Ayodhya) রাম মন্দিরের (Ram temple) ভূমি পূজার অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। দীর্ঘ ৫০০ বছর পর এক কঠিন লড়াইয়ের পথ অতিক্রম করে, এবার এই মন্দিরের সূচনার কাজ শুরু করা হয়েছে। এক ঐতিহাসিক মূহূর্তের সাক্ষী হতে চলেছে গোটা দেশ।

লালকৃষ্ণ আডবাণীর ভূমিকা
এই রাম মন্দিরের বর্তমান দিনে সূচনার পেছনে সবথেকে বেশি অবদান রয়েছে বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর (Lal Krishna Advani)। একসময় রথযাত্রার দিনে সারা দেশে রাম মন্দির নির্মানের আন্দোলন ছড়িয়ে দিয়ে, তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। এই মহান নেতা ১৯২৭ সালের ৮ ই অক্টোবর পাকিস্তানের করাচীতে জন্মগ্রহণ করলেও, দেশ বিভাগের সময় ভারতে চলে এসেছিলেন।

সুপারস্টার নেতা আডবাণী
ভারতে প্রথম বিজেপি সরকার গঠন তাঁর হাত দিয়েই শুরু হয়েছিল। গান্ধীর পর দ্বিতীয় জন নায়ক হিসাবেই তিনিই হিন্দু আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। রাজনীতির ইতিহাসে তিনি একজন সুপারস্টার নেতা হিসাবে পরিচিত ছিলেন।

আডবাণীর রথযাত্রা
১৯৯০ সালে একবার রামমন্দির আন্দোলন চলাকালীন লালকৃষ্ণ আডবাণী ২৫ শে সেপ্টেম্বর গুজরাটের সোমনাথ থেকে অযোধ্যায় রথযাত্রার উদ্দ্যেশ্যে রওনা হয়েছিলেন। গোটা রাস্তা ভালোভাবে চললেও, বিহারে পৌঁছাতেই তৎকালীন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব সেই রথযাত্রা বন্ধ করার সিদ্ধান্ত নেন।

৩০ শে অক্টোবর তাঁর রথযাত্রার অযোধ্যা পৌঁছানোর কথা ছিল। সেইমত আডবাণীর ধনবাদ থেকে যাত্রা শুরু হওয়ার কথা থাকলেও, তাঁকে বিহারের সাসারামের কাছে ২৩ শে অক্টোবর গ্রেপ্তার করে পুলিশ। তাঁর গ্রেপ্তার হওয়ায় তৎকালীন সরকার ভেঙ্গে পড়েছিল।

সম্পর্কিত খবর

X