ভয়াবহ ভূমিকম্প! আচমকাই কেঁপে উঠল ভারতের এই এলাকা, আতঙ্কে ঘর ছাড়ল আমজনতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বুধবার সকাল ৭.১৪ মিনিট, হঠাৎ কেঁপে উঠলো ভারতের এই এলাকা। ভূমিকম্পের উৎসস্থল মহারাষ্ট্রের (Maharashtra) হিঙ্গোলি। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪.৫ বলে জানিয়েছে জাতীয় ভূমিকম্প কেন্দ্র। তবে এই ভূমিকম্পে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। হঠাৎ করে এই ভূমিকম্পের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। তারা সকলেই ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন।

মহারাষ্ট্রে (Maharashtra) ভূমিকম্প (Earthquake)

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) (National Centre for Seismology) অনুসারে, বুধবার মহারাষ্ট্রের হাঙ্গোলিতে ১৯.৪৩ উত্তর অক্ষাংশ এবং ৭৭.৩২ পূর্ব দ্রাঘিমাংশের কাছে এই ভূমিকম্পের (Earthquake) উৎসস্থল। মাটি থেকে ১০ কিলোমিটার নীচে ভূমিকম্পের উৎসস্থল। উল্লেখ্য, ভূমিকম্পের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে পৃথিবীর চারটি স্তর।

আরোও পড়ুন : TRP তুলতে নয়া টুইস্ট! বড় হয়ে গেল দুর্জয়-রানীর মেয়ে! ‘তোমাদের রানী’তে এন্ট্রি নিচ্ছেন এই নায়িকা!

এই স্তরগুলি হলো, ইনার কোর, আউটার কোর, ম্যান্টেল এবং ক্রাস্ট বলা হয়। এই স্তরগুলি পৃথিবীর নীচে উপস্থিত প্লেটগুলিতে ঘুরতে থাকে। যখনই এই প্লেটগুলি একে অপরের সঙ্গে ধাক্কা খায়, তখনই ভূপৃষ্ঠের নীচে কম্পন অনুভূত হয়। এই প্লেটগুলি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলেই ভূমিকম্পের (Earthquake) তীব্রতা বেড়ে যায়। তবে ভূমিকম্প সৃষ্টিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে গ্লোবাল ওয়ার্মিং।

প্রসঙ্গত, উত্তরাখণ্ডের চামোলিতে ৭ জুলাই ভূমিকম্প হয়। সেবার ভূমিকম্পের (Earthquake) এপিসেন্টার ছিল জোশীমঠের সংলগ্ন এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫। সেই সময় ওই এলাকায় ভারী বর্ষণের কারণে ভূমিধসের মতন ঘটনাও ঘটেছিল। এই পরিস্থিতিতে চামলিতে গত রবিবার ভূমিকম্প অনুভূত হয়। ওই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X