করোনা আতঙ্কের মধ্যে কেঁপে উঠল রাশিয়া

বাংলাহান্ট ডেস্কঃ বিশ্বজুড়ে চলছে করোনার আতঙ্ক। ইতিমধ্যে আক্রান্ত 421,000; মারা গিয়েছেন 18,800 , 107,000 জন আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। ভারত ও আক্রান্তের সংখ্যা 500 ছাড়িয়েছে।

powerful earthquake hits philippines usa today

এরই মধ্যে কেপে উঠলো রাশিয়ার কুরিল দ্বীপ। রিখাটার স্কেলে ৭.৮ মাত্রার মারাত্মক ভূমিকম্প হয়েছে৷ যার জেরে মার্কিন আধিকারিকরা বুধবারই জারি করলেন সুনামির সতর্কতা ৷

সুনামি সতর্কতা জারি হয়েছে হাওয়াই, জাপান, রাশিয়া ও  প্রশান্ত মহাসাগরের উপকূলের দ্বীপপুঞ্জগুলিতে ৷ প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারও জানিয়েছে যে তীব্রতার ভূমিকম্প হয়েছে তার ফলে মারাত্মক বিধ্বংসী সুনামি হতে পারে ৷ভূমিকম্পটি হয়েছে সেভেরো -র ২১৮ কিলোমিটার দক্ষিণ পূর্বে ভূমিকম্পের উৎসস্থল ৷ তবে এখনও অবধি ক্ষয়ক্ষতির কোনও খবর সামনে আসেনি।

কিছুদিন আগেই   ইন্দোনেশিয়ার দক্ষিণ বালিতে ৬.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। জানা যাচ্ছে  রাত পৌনে ২টার দিকে সমুদ্রের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।  ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নুসা দুয়া শহর থেকে ২৫৫ কিলোমিটার দক্ষিণে।  ঐ দিন আমেরিকার সল্টলেক শহর এলাকায় ৫.৭ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটি ভোর 7:০9-এ শুরু হয়ে ম্যাগনা শহরের নিকটে সল্টলেক সিটির প্রায় দশ মাইল পশ্চিমে ছিল


সম্পর্কিত খবর