ভূমিকম্প প্রতিরোধে লাগানো হচ্ছে সিসমিক বার! বড় পদক্ষেপ পুরসভার

Published on:

Published on:

Earthquakes prevent municipality aware Seismic bars are being installed in New Market
Follow

বাংলা হান্ট ডেস্ক: যদিও বাংলাদেশের ভূমিকম্পে (Earthquake) কলকাতায় সেরকমভাবে কোন ক্ষতি হয়নি। কিন্তু কোনভাবেই কোন ঝুঁকি নিতে নারাজ কলকাতা পুরসভা। তাই শতাব্দী প্রাচীন কলকাতা হগ মার্কেট অর্থাৎ বর্তমানে যার নাম নিউ মার্কেট রক্ষা করার জন্য নিল এক পদক্ষেপ। জানা যায়, কলকাতার এই হগ মার্কেট রক্ষা করার জন্য ‘সিসমিক বার’ বসানোর পরিকল্পনা শুরু হয়ে গেছে। এমনকি চলতি সপ্তাহে পুর ইঞ্জিনিয়ার নিউমার্কেট তল্লাটে ঘুরে দেখবেন। পাশাপাশি এই ‘সিসমিক বার’ বসানোর জন্য দ্রুত কাজ শুরু করা হবে।

পুরসভার সচেতন! ভূমিকম্প রোধে নিউ মার্কেটে বসছে সিসমিক বার (Earthquake)

বহুকাল আগে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন কলকাতা ভূমিকম্প (Earthquake) প্রবণ। এছাড়াও বিভিন্ন সময়ে কলকাতা পুরসভা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ অধ্যাপকদের দিয়ে নিউমার্কেটের অবস্থা কেমন তা পরীক্ষা করিয়েছিলেন। আর সেখানে বাজার বিভাগের মেয়র পারিষদ আমিরউদ্দিন বাবি বলেছিলেন, “মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে দ্রুত পুর কমিশনার সুমিত গুপ্তার সঙ্গে এই বিষয়ে দ্রুত আলোচনায় বসব।”

Earthquakes prevent municipality aware Seismic bars are being installed in New Market

আরও পড়ুন: নতুন অধ্যায় রেলের! ডিসেম্বরে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন, শুরু হচ্ছে এই রুটে

পাশাপাশি পুরোবাজার বিভাগের কর্তাদের কথায়, নিউ মার্কেটের প্রায় দেড়শ বছরের পুরনো এই বাজার একসময় দেশের প্রথম সারির বাজার হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এখানে এখনো দেশ-বিদেশের পর্যটকেরা জিনিস পত্র কিনতে আসেন। যার কারণবশত নিউমার্কেটকে রক্ষা করা একান্তই প্রয়োজন। তার জন্যই নিউমার্কেটকে রক্ষা করা হেরিটেজ কমিটিও তৎপর। আর এই কারণেই পুরো ও নগর উন্নয়ন দপ্তর নিউ মার্কেটে ‘সিসমিক বার’ বসানোর জন্য অর্থ বরাদ্দ করে। এরপর মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশেই দ্রুত কাজ শুরু করতে উদ্যোগী পুরসভা।

এই বিষয়ে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থ ও সিভিল বিভাগের বিশেষজ্ঞ অধ্যাপকদের পরামর্শে মাটির তলা দিয়ে ভূমিকম্প প্রতিরোধী তার যাবে। তাই নিউ মার্কেটের সামনের রাস্তার দু’পাশ দিয়ে মাটি খুঁড়ে তার বসানো হবে। পাশাপাশি নিউ মার্কেটের প্রতিটি দোকানের কলামকে জুড়ে দেওয়া হবে।

পুরসভার এক কর্তা জানিয়েছেন, এই কাজ শুরুর সময় কয়েকটি দোকানকে বন্ধ রাখতে হতে পারে। দোকান বন্ধ থাকার ফলে বহু ব্যবসায়ী ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তবে এই নিয়ে নিউ মার্কেট ব্যবসায়ী সংগঠনের সঙ্গে আলোচনা করেই কাজ শুরু হবে বলে । প্রসঙ্গত ১৮৭৪ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তা এস এস হগ এই মার্কেটের পত্তন করেন। যা ১৫০ বছর আগে পুরসভা প্রথম এই বাজারকে অধিগ্রহন করে। আর এই মার্কেটে প্রায় তিন হাজার ব্যবসায়ী রয়েছেন এই বাজারে (Earthquake)।