বাংলা হান্ট নিউজ ডেস্ক: অবশেষে এলো সেই প্রত্যাশিত মুহূর্ত। এসসি ইস্টবেঙ্গলের দায়িত্ব ছাড়লেন ইস্টবেঙ্গল কোচ ম্যানুয়েল দিয়াজ। এর আগে রিয়াল মাদ্রিদ ক্যাসিয়ায় কোচিং করানো কোচ-কে যখন প্রথমবার দায়িত্বে আনা হয়েছিল তখন তাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছিলেন লাল হলুদ ক্লাবের অনুরাগীরা। কিন্তু সেই সব স্বপ্ন পূরণ তো হয়নিই, উল্টে যত দিন যাচ্ছে অবস্থা আরও যেন খারাপ হচ্ছে।
চলতি মরশুমে ইস্টবেঙ্গল আইএসএলের পয়েন্টস টেবিলে সবার নিচে রয়েছে। এখনও অবধি একটি ম্যাচও জিততে পারেনি তারা। বিদেশিদের পারফরম্যান্সও আশাপ্রদ নয়। সবমিলিয়ে দিয়াজের কোচিং ছাড়া ছিল সময়ের অপেক্ষা। গতবছর এসসি ইস্টবেঙ্গল রবি ফাওলারের আমলে খুব ভালো কিছু করতে পারেনি, কিন্তু পরিস্থিতি এতটাও খারাপ হয়নি। জয় ছাড়াই হয়তো বছর শেষ করতে হবে তাদের।
এখন প্রশ্ন এরপরে কি হবে। এসসি ইস্টবেঙ্গলের পরবর্তী কোচ কে হতে পারেন সেই নিয়ে সমর্থকরা চিন্তায়। শোনা যাচ্ছে হাই প্রোফাইল কোনও কোচের পেছনে বড় টাকা খরচ করতে চাইছে না শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ। কারণ পরের বছর তারা এসসি ইস্টবেঙ্গলের স্পন্সর থাকবেন কিনা সেটাও এখনও নিশ্চিত নয়।
শোনা যাচ্ছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দলে থাকা কয়েকজন বিদেশিকে ছেড়ে দিতে পারে ম্যানেজমেন্ট। প্রত্যাশামতো পারফরম্যান্স করতে পারেননি অনেকেই। তার বদলে অন্য কিছু ভালোমানের বিদেশি ফুটবলার সই করতে পারে এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সেইজন্য নতুন কোচের ব্যাপারে খুব বেশি খরচ করতে রাজি নয় তারা।