ক্রীড়ামন্ত্রীর খোঁচার সাথেই উদ্বোধন হয় ইস্টবেঙ্গল ক্লাবের পানশালা, জেনে নিন হার্ড ড্রিংকসের দাম কেমন

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিদেশের বিভিন্ন নামকরা ক্লাবের ধাঁচে এবার ইস্টবেঙ্গলেও (East Bengal) গড়ে উঠলো তাদের নিজস্ব পানশালা। আপাতত সমর্থকদের খুঁতখুতানিকে পাত্তা না দিয়ে আধুনিকতার পথে এগিয়ে চলেছে ইস্টবেঙ্গল। এই পানশালা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ইস্টবেঙ্গল ভক্তদের মধ্যে। তবে ইস্টবেঙ্গল কর্মকর্তারা সমর্থকদের বিষয়ে গত কয়েক বছর ধরেই যে খুব একটা সিরিয়াস নন সেটা বারবার প্রমাণিত হয়েছে।

সূরাপ্রেমীদের জন্য ইস্টবেঙ্গলের লাউঞ্জে থাকছে নানান রকম আকর্ষণীয় রসনা তৃপ্তির উপকরণ। অন্যান্য নামকরা বার বা পানশালাগুলির চেয়ে বেশ কম দামেই পাওয়া যাবে এই আইটেমগুলি। তাছাড়া থাকছে ক্যারামেল কাস্টার্ডের মতো ডেজার্ট, চিকেন কাটলেট, ফিস ফ্রাইয়ের মতো লোভনীয় খাওয়ার। যারা হার্ড ড্রিংকস নিয়ে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না তাদের জন্য লেমন জুসের ব্যবস্থাও থাকছে। সবকিছুর দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই।

menu
বানান ভুল থাকা অংশগুলি চিহ্নিত করা হলো

সমর্থকদের একটা অংশ দাবি করেছে যে ক্লাব যে আধুনিকতার পথ ধরে হাঁটছে তা নিয়ে তাদের কোন আপত্তি নেই। কিন্তু সমস্যাটা হলো এটাই যে ইস্টবেঙ্গলের মূল পরিচয় ফুটবলের জন্য। গত কয়েক বছর ধরে সেই মূল জায়গাটি নিয়েই চূড়ান্ত হতাশা দেখা দিয়েছে সমর্থকদের মনে? ক্লাব সাফল্যের পথে থাকলে এই ব্যাপার নিয়ে কারোর কিছু বলার থাকত না বলেই মনে করেন একটা বড় অংশের সমর্থকরা।

তবে সমর্থকদের সেই দাবি খুব একটা যে কানে তুলছেন না ইস্টবেঙ্গল কর্মকর্তারা তা তো অনেক আগেই প্রমাণ হয়ে গিয়েছে। বছর আগেই আফগারি দপ্তরের তরফ থেকে এই লাউঞ্জ ওপেন করার পারমিশন পেয়ে গিয়েছিল শতাব্দী প্রাচীন ক্লাব। উদ্বোধনী অনুষ্ঠানে কর্তাদের কেউ কেউ এই লাউঞ্জের প্রজেক্টটিকে তাদের স্বপ্নের প্রজেক্ট বলেও মন্তব্য করেছেন।

গতকাল ইস্টবেঙ্গলের এই বিশেষ অনুষ্ঠানে হাজির ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। তিনি একটু হালকা খোঁচা মেরে ইস্টবেঙ্গলকে নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন যে মোহনবাগানের বিনিয়োগকারী গোষ্ঠী ভালো দল গড়ায় কোনওরকম খামতি রাখছে না। কিন্তু গত কয়েক বছর ধরে যারা ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী ছিলেন তাদের ক্ষেত্রে একই কথা বলা যাবে না বলেই মনে করেন তিনি। তিনি আশা করেন যে ইস্টবেঙ্গল খুব দ্রুতই তাদের অতীত গরিমা পুনরুদ্ধার করবে। কিন্তু ফুটবল পাগল সমর্থকরা জানেন তেমন হওয়াটা অসম্ভব না হলেও অত্যন্ত মুশকিল।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর