সহজ সুযোগ নষ্ট চিমার, কোনওক্রমে এক পয়েন্ট পেল ইস্টবেঙ্গল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ আইএসএলে নিজেদের অষ্টম ম্যাচে মাঠে নেমেছিল এসসি ইস্টবেঙ্গল। গত ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচে ছিলেন ইস্টবেঙ্গলের এই বছরের সেরা তারকা পেরিসেভিচ। ফলে ডিফেন্স নিয়ে চিরাচরিত চিন্তার সাথে সাথে আক্রমণ নিয়েও কপালে চিন্তার ভাঁজ পড়েছিল সমর্থকদের কপালে।

চলতি মরশুমে এখনও একটি ম্যাচেও জিততে পারেনি এসসি ইস্টবেঙ্গল। ফলে পুরোপুরি হতাশ সমর্থকরা। উল্টোদিকে থাকা হায়দরাবাদ এই ম্যাচের আগে ৬ টি ম্যাচ খেলে ৩ টি জয় পেয়েছিল। আজ জিতে লিগ টেবিলে দুই নম্বর উঠে আসতে তারা মরিয়া ছিল।

   

প্রথমার্ধে ড্যানিয়েল চিমা-কে সামনে রেখে শুরু করে এসসি ইস্টবেঙ্গল। হায়দরাবাদের প্রাথমিক আক্রমণ সামলে একটু একটু করে আক্রমণ শানাতে থাকে ইস্টবেঙ্গল। লেফট আউট হামতে-কে হায়দরাবাদ ডিফেন্ডার-রা ফাউল করলে বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পায় ইস্টবেঙ্গল। গোলকিপার কাট্টিমনির অপদার্থতায় গোল করে যান আমির দের্বিসেভিচ। তার কিচ্ছুক্ষন পরে ২-০ করে দেওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন চিমা। কিন্তু ৩৫ মিনিটে রাজু গায়কোয়াডের ভুলে হায়দরাবাদ-কে সমতায় ফেরান বার্থেলোমিউ ওগবেচে। প্রথমার্ধ শেষ হয় ১-১ ফলেই।

দ্বিতীয়ার্ধে পুরোপুরি ম্যাচের দখল নিয়ে নেয় হায়দরাবাদ। ঝড়ের মতো আক্রমণ করতে থাকে তারা। একাধিক পরিবর্তন করে ইস্টবেঙ্গলকে ম্যাচে ধরে রাখার চেষ্টা করেন হায়দরাবাদ কোচ ম্যানুয়েল দিয়াজ। একটা সময় মাঠে মাত্র এক বিদেশি নিয়েও খেলতে হয় ইস্টবেঙ্গলকে। দ্বিতীয়ার্ধের একমাত্র ভালো সুযোগটি নষ্ট করেন ইস্টবেঙ্গলের পরিবর্ত হিসাবে নামা স্ট্রাইকার বলবন্ত। হায়দরাবাদ একাধিক সুযোগ তৈরি করেও ম্যাচ জিততে ব্যর্থ হয়। ম্যাচ শেষে হয় ১-১ ফলেই।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর