শিয়ালদা-বনগাঁ রুটে বড় বদল! লোকাল চলাচলে আসছে নতুন চমক

Updated on:

Updated on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য আসতে চলেছে বড় স্বস্তির খবর। লোকাল ট্রেনে দৈনন্দিন সফর আরও সহজ ও দ্রুত করতে শিয়ালদা-বনগাঁ রুটে নতুন মেগা পরিকল্পনা করছে পূর্ব রেল (Eastern Railway)। এই পরিকল্পনা কার্যকর হলে লোকাল ট্রেনের চলাচলে বড়সড় বদল দেখতে পারেন যাত্রীরা।

পূর্ব রেলের (Eastern Railway) নতুন পরিকল্পনা অনুযায়ী, শিয়ালদা-বনগাঁ রুটে চলা বেশিরভাগ লোকাল ট্রেনই এবার সরাসরি বনগাঁ পর্যন্ত চালানো হতে পারে। এর ফলে বাতিল হতে পারে কম দূরত্বের কিছু লোকাল ট্রেন। রেলের এই সিদ্ধান্ত কার্যকর হলে শিয়ালদা ডিভিশনের হাজার হাজার নিত্যযাত্রীর সফর পদ্ধতিতে আমূল পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

একাধিক লোকাল ট্রেনকে শিয়ালদা থেকে সরাসরি বনগাঁ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা

রেল সূত্রে খবর, দত্তপুকুর, হাবরা এবং গোবরডাঙা পর্যন্ত চলা একাধিক লোকাল ট্রেনকে শিয়ালদা থেকে সরাসরি বনগাঁ পর্যন্ত বাড়ানো হতে পারে। অর্থাৎ এই ট্রেনগুলির গন্তব্য হবে বনগাঁ। এতে দিনে বনগাঁ পর্যন্ত যাতায়াতের সুযোগ অনেকটাই বাড়বে।

শুধু গন্তব্যই নয়, বদল আসতে পারে ট্রেনের ব্যবধানেও। বর্তমানে শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ছাড়ে প্রায় ৪০ থেকে ৫০ মিনিট অন্তর। নতুন পরিকল্পনায় সেই ব্যবধান কমে ২০ থেকে ৩০ মিনিট হতে পারে। অর্থাৎ শিয়ালদা-বনগাঁ-শিয়ালদা রুটে অনেক বেশি ফ্রিকোয়েন্সিতে লোকাল ট্রেন চালানোর কথা ভাবছে রেল (Eastern Railway)। তবে আপাতত বারাসত পর্যন্ত চলা লোকালগুলিকে এই পরিকল্পনার আওতায় আনা নাও হতে পারে বলে জানা যাচ্ছে।

পূর্ব রেলের (Eastern Railway) তরফে কী জানানো হল?

বিষয়টি নিয়ে পূর্ব রেলের (Eastern Railway) মুখ্য জনসংযোগ আধিকারিক বেদ প্রকাশ জানান, এই পরিকল্পনা এখনও চূড়ান্ত নয়। আপাতত এটি পরিকল্পনার স্তরেই রয়েছে। প্রথমে পাইলট প্রজেক্ট হিসেবে কিছু নির্দিষ্ট ট্রেন চালানো হবে। যাত্রীদের প্রতিক্রিয়া ভালো হলে ধাপে ধাপে সব লোকাল ট্রেনকেই বনগাঁ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

যাত্রীরা কতটা উপকৃত হবেন?

এই পরিকল্পনা নিয়ে যাত্রী মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকের মতে, বেশি সংখ্যায় বনগাঁ লোকাল চললে যাতায়াত অনেকটাই সহজ হবে। আবার কেউ কেউ আশঙ্কা করছেন, কম দূরত্বের লোকাল বন্ধ হলে কিছু এলাকায় সমস্যা বাড়তে পারে। তবে রেল বিশেষজ্ঞদের মতে, শিয়ালদা ও বনগাঁ, উভয় দিক থেকেই নিয়মিত ২০ মিনিট অন্তর লোকাল চালানো হলে যাত্রীচাপ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। ব্যবস্থাটি অনেকটা কলকাতা মেট্রোর মতো হবে। ফলে কোনও স্টেশনেই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না এবং ট্রেনের ভিড়ও স্বাভাবিক থাকবে।

আরও পড়ুনঃ ৫৫ লক্ষ পেরিয়ে প্রতিদিন ১ লক্ষ করে বৃদ্ধি, SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?

বর্তমানে কতগুলি বনগাঁ লোকাল চলে?

বর্তমানে শিয়ালদা থেকে সারা দিনে বনগাঁর উদ্দেশে মোট ২৭টি লোকাল ট্রেন চলে। এছাড়াও শিয়ালদা-হাবরা রুটে রয়েছে ৫টি লোকাল এবং কয়েকটি গোবরডাঙা লোকাল। রেলের নতুন পরিকল্পনা কার্যকর হলে বনগাঁ লোকালের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বাড়তে পারে। পূর্ব রেলের (Eastern Railway) ধারণা, এতে যাত্রীচাপ অনেকটাই কমবে।