যাত্রীদের জন্য বড় পদক্ষেপ! বাড়ানো হচ্ছে ট্রেনের স্টপেজ এবং কোচ, ঘোষণা পূর্ব রেলের

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রেলের (Indian Railways) যাত্রী সংখ্যা। এমতাবস্থায়, ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং তাঁদের সুষ্ঠুভাবে সফরের লক্ষ্যে একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। শুধু তাই নয়, রেলপথকে সামগ্রিকভাবে গতিশীল করে তোলার দিকেও দেওয়া হচ্ছে নজর। এদিকে ইতিমধ্যেই দেশজুড়ে সফর শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) মতো অত্যাধুনিক সেমি হাই স্পিড ট্রেন। যেটি যাত্রীদের কাছে তুমুল জনপ্রিয়তাও অর্জন করেছে।

উল্লেখ্য যে, ইতিমধ্যেই বিভিন্ন ট্রেনের স্টপেজ বাড়ানোর পাশাপাশি ট্রেনের কোচের সংখ্যা বৃদ্ধি এবং নিরাপত্তার স্বার্থে পুরোনো কোচগুলিকে ধীরে ধীরে প্রতিস্থাপন করছে রেল। যার জেরে প্রত্যক্ষভাবে লাভবান হবেন যাত্রীরা। পাশাপাশি, রেলের গুরুত্বপূর্ণ পদক্ষেপের মাধ্যমে রাজ্যের যাত্রীরাও হবেন উপকৃত। এমতাবস্থায়, চলুন জেনে নিই বর্তমানে রেলের তরফে ঠিক কোন কোন দিকে নজর দেওয়া হচ্ছে।

পুরোনো কোচ প্রতিস্থাপন: প্রথমেই জানিয়ে রাখি যে, বর্তমানে রেল পুরোনো এবং ভারী ICF কোচের পরিবর্তে নতুন LHB কোচ প্রতিস্থাপনের দিকে নজর দিয়েছে। মূলত, পুরোনো ICF কোচগুলির ক্ষেত্রে রক্ষণাবেক্ষণের খরচ অনেকটাই বেশি। পাশাপাশি বসার ক্ষমতাও ছিল কম। এমন পরিস্থিতিতে কোচ প্রতিস্থাপনের দিকে জোর দিচ্ছে রেল।

বাড়ছে গতি: রেলপথকে গতিশীল করে তোলার লক্ষ্যেও ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। আর কিছুদিনের মধ্যেই আপগ্রেডেড মেল-এক্সপ্রেস ট্রেনগুলি প্রতি ঘন্টায় ১৬০ কিলোমিটার গতিতে ছুটতে পারে বলে অনুমান করা হচ্ছে। উল্লেখ্য যে, পুরোনো ICF কোচগুলির সর্বোচ্চ গতি এখন প্রতি ঘন্টায় ১১০ কিলোমিটারের তুলনায় অনেকটাই বাড়ানো গেছে। আসলে এই ICF কোচগুলি ভারী লোহা দিয়ে তৈরি।

Eastern Railway made a big announcement for passengers

ট্রেনের যাত্রাপথ বৃদ্ধি: উল্লেখ্য যে, ইতিমধ্যেই রাজ্যের একাধিক রুটের ট্রেনের যাত্রাপথ বৃদ্ধি করা হয়েছে। উদাহরণ স্বরূপ ১৮৬১৭/১৮৬১৮ রাঁচি-নিউ গিরিডি এক্সপ্রেসকে মধুপুর পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। পাশাপাশি, ১৩৪১৩ /১৩৪১৪ ও ১৩৪৮৩/১৩৪৮৪ মালদা টাউন-দিল্লি ফারাক্কা এক্সপ্রেসকে ভাতিন্দা জংশন পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে।

আরও পড়ুন: LIC-র নয়া নজির! প্রথমবারের মতো বিরাট কারনামা করল বিমা সংস্থা, হল ৩৫ হাজার কোটির ফায়দা

বাড়ানো হচ্ছে স্টপেজ: ইতিমধ্যেই ১১ টি এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে বিভিন্ন স্টেশনে অতিরিক্ত স্টপেজের ঘোষণা হয়েছে। এদিকে, এহেন ঘোষণার পরিপ্রেক্ষিতে মির্জা চৌকী সহ বরাকর, দুবরাজপুর, পাকুড়, প্রভৃতি স্টেশনে বহু ট্রেন দাঁড়াচ্ছে।

আরও পড়ুন: প্রতি গ্রাম মাত্র এত টাকা! বিয়ের মরশুমে সোনা-রুপোর দামে ব্যাপক পতন, রইল আজকের রেট

অতিরিক্ত কোচের সংযোজন: এছাড়াও, বিভিন্ন মেল ও এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে মোট ৪১৫ টি অতিরিক্ত কোচ সংযোজিত করা হয়েছে বলেও জানা গিয়েছে। যার ফলে ক্রমবর্ধমান যাত্রীর ভিত্তিতে ভিড়ের চাপ অনেকটাই কমানো যাবে এবং যাত্রীরা সহজেই সিট কনফার্ম করতে পারবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর