আইকোর মামলায় কড়া অ্যাকশন ED-র, বাজেয়াপ্ত করল ৩০০ কোটি টাকার সম্পত্তি

বাংলাহান্ট ডেস্কঃ আইকোর চিটফান্ড (Icore Chit Fund Case) বড় সাফল্য ED।-র। বাজেয়াপ্ত করল প্রায় ৩০০ কোটি টাকার সম্পত্তি। ED-র পক্ষ থেকে জানানো হয়েছে, Prevention of Money Laundering Act, 2002-র অধীনে এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

আইকোর মামলায় সংস্থার ডিরেক্টর অনুকূল মাইতিকে গ্রেফতার করার পর ২০১৮ সালে ওড়িশা জেলে তিনি মারা যান। এরপর তাঁর স্ত্রী কণিকা মাইতিকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, এই বাজেয়াপ্ত করা সম্পত্তি আইকোর গ্রূপের ১১ টি কোম্পানির ডিরেক্টর অনুকূল মাইতি, তার স্ত্রী কণিকা মাইতি এবং পরিবারের অন্যান্য সদস্যদের নামে থাকা ব্যাঙ্ক একাউন্ট, খালি জমি, ফ্যাক্টরি, শপিং মল এবং বসতবাড়ি মিলিয়ে পাওয়া গিয়েছে।

bkcbkjb

প্রসঙ্গত, আইকোর, সারদা, রোজভ্যালি মামলায় তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি CBI ও ED। এখনও পর্যন্ত তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীকে এই মামলায় তলব করা হয়েছে। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়াদের।

তবে এবার আইকোর কেসে তলব করা হয় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ও তাঁর ছেলেকে। আইকোর মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব পেয়ে আগামীকাল কলকাতায় সিবিআই অফিসে হাজিরা দিয়েছিলেন মদন মিত্র।

Smita Hari

সম্পর্কিত খবর