বাংলা হান্ট ডেস্ক: ভোটের আগেই তোলপাড়! এবার রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) বাড়িতে ইডি হানা (ED Raid)। সূত্রের খবর, শুক্রবার সকালে চন্দ্রনাথের বোলপুরের বাড়িতে হানা দেয় ইডি। চলছে তল্লাশি। যদিও মন্ত্রী বাড়িতে নেয়। কেন্দ্রীয় বাহিনী বাড়ি ঘিরে রেখেছে।
সূত্রের খবর, মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলাতেই এই তল্লাশি চলছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নিচুপট্টির বাড়িতে। আবার আরেকটি সূত্র দাবি করছে গরুপাচার মামলায় মন্ত্রীর নাম সামনে এসেছে। সেই কারণেই হানা দিয়েছে ইডি। ওদিকে ভোটের আগে ইডি হানা কেন্দ্রের ষড়যন্ত্র বলেই দাবি তৃণমূলের।
ওদিকে বৃহস্পতিবারের পর শুক্রেও জোর অ্যাকশনে ইডি (Enforcement Directorate)। সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে কলকাতার (Kolkata) বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে ইডি। চেতলা, লেকটাউন-সহ মোট তিন জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ইডি।
আরও পড়ুন: কলকাতায় ফের ED হানা, সকাল থেকে চেতলা, লেকটাউন-সহ মোট তিন জায়গায় ম্যারাথন তল্লাশি
জানা যাচ্ছে চেতলায় পিয়ারীমোহন রায় রোডের বিশ্বরূপ বোস নামের এক ব্যবসায়ীর বাড়িতে গিয়েছেন তদন্তকারীরা। ওই ব্যক্তি পরিবহণ সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। ইডি সূত্রে খবর নিয়োগ দুর্নীতি মামলার (Recruitment Scam) তদন্তে তল্লাশি চলছে। তবে কেবল কলকাতাই নয় বোলপুর সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি।