বিপাকে ‘কালীঘাটের কাকু’! এবার সুজয় কৃষ্ণের বিরুদ্ধে বড় ‘অ্যাকশন’ ED-র, মিলল অনুমতিও

বাংলা হান্ট ডেস্কঃ স্ত্রীর মৃত্যুর পর আপাতত প্যারোলে মুক্ত রয়েছেন বঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলার অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু (Kalighater Kaku, Sujoy Krishna Bhadra)। তবে কাকু জেলে ফিরলেই বাড়বে বিপত্তি। আগামী ১৬ জুলাই প্রেসিডেন্সি সংশোধনগারে ফেরার কথা সুজয়কৃষ্ণ ভদ্রের। আর তারপরই তার ভয়েস স্যাম্পেল (Voice Sample) সংগ্রহ করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

গতকাল কলকাতার বিশেষ সিবিআই আদালত তরফে এই নির্দেশ পায় ইডি। শুক্রবার এই মামলায় বিচারপতির পর্যবেক্ষণ, মামলার তদন্তকারী অফিসার অত্যন্ত গোপন নথি আদালতে পেশ করেছেন তার পর্যবেক্ষণের জন্য সুজয়কৃষ্ণ ভদ্রের গলার স্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারকের নির্দেশ, সুজয়বাবু জেলে ফেরত আসার তিন দিনের মধ্যেই ইডিকে ওই নমুনা সংগ্রহ করতে হবে।

এদিন আদালতে ইডি স্বরের নমুনার আবেদন জানালে পাল্টা ‘কাকু’র আইনজীবীরা আদালতে জানান, ‘‘রাষ্ট্রদ্রোহিতার সঙ্গে জড়িত ছাড়া কোনও ব্যক্তির মোবাইলে আড়ি পাতা সম্পূর্ণ বেআইনি। আইনের কোন ধারায় তা সংগ্রহ করা হয়েছে, তা আদালতে পেশ করা হোক।’’

অন্যদিকে, ইডির আইনজীবী আদালতে জানায়, ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি সুজয় কৃষ্ণ তার ঘনিষ্ঠ রাহুল বেরা নামে এক সিভিক ভলান্টিয়ারকে নিয়োগ দুর্নীতি সম্পর্কিত সমস্ত নথি নষ্ট করার নির্দেশ দিয়েছিলেন ফোন মারফত। সেই ভয়েস কলের রেকর্ডিং তাদের হাতে এসেছে।সেই কণ্ঠস্বর
তা যাচাই করতেই ‘কাকুর’ স্বরের নমুনা সংগ্রহ করা হবে।

sujay krishna bhadra

দুপক্ষের সমস্ত কথা পরিপ্রেক্ষিতে বিচারপতি নির্দেশ দেন, প্রেসিডেন্সি সংশোধনাগারেই নমুনা সংগ্রহ করা হবে। সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞরা সেই কাজ করবেন। ইডি’র তদন্তকারী অফিসাররাও সেখানে থাকবেন।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর