বড় খবরঃ আরও বিপাকে মৌলানা সাদ! এবার ED দায়ের করলো আর্থিক তছরুপের মামলা

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লীর নিজামুদ্দিনে জামাতের অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষ ডাকার জন্য মৌলানা সাদ (Maulana Saad) এর সমস্য আরও বাড়তে চলেছে। ED মৌলানা সাদ আর অনান্যদের বিরুদ্ধে আর্থিক তছরুপের (PMLA) মামলা দায়ের করেছে। সংবাদ সংস্থা এএনআই এর থেকে এই খবর পাওয়া যায়। এর সাথে সাথে মৌলানা সাদ আর ওনার সহযোগীদের খুব শীঘ্রই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে খবর।

এই মামলার তদন্ত করা ক্রাইম ব্রাঞ্চ মৌলানা সাদকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক অনুযায়ী, এই আয়োজনের আগে দিল্লীর একটি ব্যাংকে মৌলানা সাদের অ্যাকাউন্টে বিদেশ থেকে প্রচুর পরিমাণে টাকা ঢোকে। সেটিকে চাঁদার নামে চালায় মৌলানা সাদ। এই বিষয়ে ব্যাংক আধিকারিক মৌলানা সাদ এর সিএকে ডেকে জিজ্ঞাসাবাদ চালায়, এবং মৌলানা সাদকেও ব্যাংকে আসার জন্য বলে। কিন্তু সিএ জানিয়ে দেয়, সাদ বড় মানুষ তাই ব্যাংকে আসতে পারবে না।

আরেকদিকে, তাবলীগ জামাতের প্রধান মৌলানা সাদ করোনা পজেটিভ না। সুত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সাদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এর সাথে সাথে এটাও খবর আসছে যে, মৌলানা সাদ দিল্লীর জাকির নগর এলাকাতেই আছে। ব্যাক্তিগত ডাক্তারের টিমের সাথে সে নিজের চিকিৎসা করাচ্ছে। আরেকদিকে, উত্তর প্রদেশে থাকা মৌলানা সাদের দুজন আত্মীয়র করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এই দুই আত্মীয়ও মরকজে অংশ নিয়েছিল।

সুত্র অনুযায়ী, দিল্লীর তাবলীগ মরকজের সাথে যুক্ত জামাতিদের খুঁজে বের করা এখন সহজ হয়ে যাবে। জামাতিদের তথ্য এখন তাঁদের বাড়ি আর মসজিদে সহজেই পাওয়া যাবে। দিল্লী সরকারের ১৩ হাজার টিম এখন দিল্লীর প্রতিটি মহল্লা আর কলোনিতে করোনা সংক্রমিতদের খোঁজার জন্য বেরিয়েছে।

দিল্লী সরকার ওই টিমকে করোনা ফুট ওয়ারিয়র্স অ্যান্ড সার্ভিল্যান্স নাম দিয়েছে। পাঁচ জন করে একটি টিম হবে। বেশীরভাগ স্থানীয় সদস্যই থাকবে ওই টিমে। এমনকি দিল্লী পুলিশের জওয়ানদেরও ওই টিমে যুক্ত করা হবে। এই টিইম বাড়ি বাড়ি যাবে। স্থানীয় হওয়ার কারণে মানুষের কাছ থেকে সহজেই তথ্য জোটাতে পারবে। সিভিল ডিফেন্স এর ভলেন্টিয়ার, আশা কর্মী আর অঙ্গনওয়াড়ি কর্মীদের এই টিমে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর