‘১২৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত…’, আদালতের বারবার ভর্ৎসনার পর অবশেষে মুখ খুলল ED

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে একজোটে নিয়োগ দুর্নীতির তদন্ত চালাচ্ছে ইডি, সিবিআই। ২২ পেরিয়ে বর্তমানে ২৩, দীর্ঘ এই সময়ের মধ্যে হাইকোর্ট থেকে নিম্ন আদালত, নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে বারবার ভর্ৎসনার মুখে পড়েছে কেন্দ্রীয় সংস্থা। গতকাল বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে অভিষেকের করা মামলাতেও প্রশ্নের মুখে ইডি (Enforcement Directorate’s)।

বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ ছত্রেছত্রে প্রশ্নের মুখে পড়ে ইডি। ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সম্প্রতি ইডি-র এক তদন্তকারী অফিসারকে নিয়োগ মামলা থেকে সরিয়ে দেন বিচারপতি অমৃতা সিনহা। এই সমস্ত কিছুর পর এবার নিজেদের সাফল্যের খতিয়ান আদালতে তুলে ধরল ইডি।

গতকাল বিচারপতি সেন ও বিচারপতি কুমারের ডিভিশন বেঞ্চে ভর্ৎসনার মুখে ইডির ডেপুটি ডিরেক্টর। পাশাপাশি এদিন অভিষেক মামলার শুনানিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সময় বেঁধে দেন বিচারপতি সেন। ইডিকে ভর্ৎসনা করে বিচারপতির নির্দেশ, ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করতে হবে।

গতকালই এই মামলার শুনানিতে অভিষেককে আগেই জিজ্ঞাসাবাদের বদলে নথি জমা দেওয়ায় বিষয়ে বলে ডিভিশন বেঞ্চ। বার বার অভিষেককে সমন পাঠানো নিয়ে ইডিকে বিচারপতি বলেন, ‘আপনি ডকুমেন্টস দেখুন। সেগুলি স্ক্যান করুন। প্রয়োজনে ডাকুন।’

আরও পড়ুন: রাতের বেলা কেন রাজভবনের কাছে গিয়েছিলেন অভিষেক পত্নী রুজিরা? এবার ফাঁস আসল কারণ

যদিও আপত্তি জানায় ইডির আইনজীবী। তিনি বলেন,’ আমাদের কাছে যথেষ্ট মেটেরিয়াল আছে। আমরা এখন জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত। অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে সহযোগিতা করছেন না, তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তা রয়েছে।’

পাশাপাশি ইডির আইনজীবী বলেন, ‘দিন-রাত এক করে কাজ করছি। এই নিয়োগ দুর্নীতি মামলায় এখনও ৭ জন প্রভাবশালীকে গ্রেফতার করা হয়েছে। সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করার পরে অভিষেকের নাম উঠে এসেছে। অভিষেক শুধু নথি পাঠালেই হবে না। তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে।”

hc ed

ইডির আইনজীবী উল্লেখ করেন, নিয়োগ দুর্নীতি মামলায় গত ১৫ মাসে ৫০ কোটি টাকা, ৫ কোটি টাকার সোনা, ৭১.৮ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মোট ১২৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। দেশের ইতিহাসে এত টাকা ইডি কখনও বাজেয়াপ্ত করেনি বলে উল্লেখ করে।

ওদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য, সুজয়কৃষ্ণ ভদ্র সহ প্রভাবশালীদের গ্রেফতারির কথাও বলেন ইডির আইনজীবী। এরপরেই বিস্ফোরক মন্তব্য করে ইডি বলে, অভিষেককে আগেই এই মামলায় সমন পাঠানো হয়েছিল। তিনিও সন্দেহভাজনের তালিকায় আছেন।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর