বাংলা হান্ট ডেস্কঃ সংবাদের শিরোনামে এখন অভিনেত্রী তথা যুব তৃণমূল (Trinamool Congress) সভানেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh)। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের সূত্র ধরে গত সপ্তাহে ইডি (ED) জিজ্ঞাসাবাদের মুখে পড়ে সায়নী। টানা ১১ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ফের ৫জুলাই বুধবার নেত্রীকে ডেকে পাঠিয়েছিল ইডি। তবে গতকাল ইডির সমন এড়িয়েছেন সায়নী।
জানা যায়, হাজিরা দেওয়ার পরিবর্তে ইডিতে ৫৩০ পাতার নথি মেইল করেছেন সায়নী। এবার সূত্রের খবর, নেত্রীর পাঠানো ওই নথিতে সন্তুষ্ট নয় তদন্তকারী সংস্থা। কারণ সেখানে সমস্ত নথি নেই। সেই নথি অসম্পূর্ণ বলেই খবর ইডি সূত্রে।
কী কী দেননি সায়নী? সংশ্লিষ্ট সংস্থা সূত্রে খবর, তদন্তকারী অফিসারদের চাওয়া নথির মধ্যে নেত্রী নিজের নামে কেনা ফ্ল্যাটের তথ্য দিলেও দেননি মায়ের নামে কেনা আবাসনের লেনদেন সংক্রান্ত কোনও নথি। ওপর একটি ফ্ল্যাটের নথিও দেননি। দেননি কলোনি ল্যান্ড নামে অন্য একটি সম্পত্তি বিক্রির নথিও দেননি।
তবে জানা গিয়েছে, গতকাল পাঠানো নথিপত্রের সাথে একটি চিঠিও দেন সায়নী। যেখানে তিনি লিখেছেন বাকী নথি তিনি পরে জমা দেবেন। এই নিয়েই কেন্দ্রীয় তদন্তসংস্থা সন্তুষ্ট নয় বলে জানা যাচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে, সায়নী ও তার পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘেঁটে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে। সেই তথ্যের ভিত্তিতেই নানা নথিপত্র চেয়ে পাঠানো হয়। হাজিরা দিতে বলা হয় সায়নীকেও।
তবে ইডিকে মেইল করে তৃণমূল যুব সভানেত্রী জানিয়ে দেন ভোটের প্রচারে পূর্ব বর্ধমানের গলসিতে যাবেন তিনি। তাই পঞ্চায়েতের আগে ভোটের প্রচারে ব্যস্ত থাকার কারণেই হাজিরা দিতে যেতে পারছেন না। তবে ফোনে তাকে যোগাযোগ করা যাবে বলেও জানান তিনি। সায়নী আরও বলেন, ভোট হয়ে যাওয়ার পর তদন্তের স্বার্থে তাকে যেকোনও সময় যেকোনও জায়গায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে হাজির হবেন তিনি।