বাংলা হান্ট ডেস্কঃ SSC নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় ফের বড় পদক্ষেপ নিল ইডি। বহুদিন ধরেই এই মামলার সঙ্গে জড়িত আর্থিক লেনদেন ও সম্পত্তি কেনাবেচা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সন্দেহভাজন সম্পত্তির খোঁজে হানা দিল নিউটাউনের এক অভিজাত আবাসন ও কলকাতার পার্ক স্ট্রিটের একটি অফিসে। ইডির দাবি, এই সম্পত্তি SSC নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) কোটি কোটি টাকা দিয়ে কেনা হয়েছে।
SSC নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) টাকা দিয়ে কেনা হয়েছে ১৬ টি বিলাসবহুল ভিলা
বৃহস্পতিবার সকালে ইডি আধিকারিকদের একটি দল নিউটাউনের আইডিয়াল ভিলা আবাসনে পৌঁছায়। এখানে মোট ১৬টি বিলাসবহুল ভিলা রয়েছে, যা SSC নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) টাকা দিয়ে কেনা হয়েছে বলে সন্দেহ। ইডি সূত্রে খবর, এই কেনাবেচার সঙ্গে অভিযুক্ত প্রসন্ন রায়ের যোগ থাকার সম্ভাবনা রয়েছে। ভিলাগুলির মালিকানা, ক্রয়মূল্য ও লেনদেনের নথি খুঁটিয়ে দেখা হচ্ছে।
এর পাশাপাশি, ইডি তল্লাশি চালায় পার্ক স্ট্রিটে অবস্থিত আইডিয়াল রিয়েল এস্টেটের অফিসেও। এই সংস্থা আইডিয়াল ভিলার প্রোমোটার। তদন্তকারীরা অফিস থেকে বিভিন্ন আর্থিক নথি, সম্পত্তি সংক্রান্ত দলিল ও লেনদেনের হিসাবপত্র জব্দ করেছেন। এই সমস্ত তথ্য মিলিয়ে দেখা হবে SSC মামলার আর্থিক অনিয়মের সঙ্গে কোনও সরাসরি যোগ রয়েছে কিনা।
আরও পড়ুনঃ পথকুকুর ইস্যুতে প্রশাসনকে তুলোধনা সুপ্রিম কোর্টের, কঠোর বার্তা দিল শীর্ষ আদালত
SSC নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও প্রশাসনিক কর্মকর্তার নাম উঠে এসেছে। এবার ১৬টি বিলাসবহুল ভিলা কেনার বিষয়টি তদন্তে নতুন মাত্রা যোগ করল। ইডির দাবি, এই অভিযানে উদ্ধার হওয়া নথি আগামী দিনে দুর্নীতির জাল আরও বড় করে উন্মোচন করতে সাহায্য করবে। সূত্রের খবর, এই ঘটনার পরবর্তী পদক্ষেপ হিসেবে আরও তল্লাশি ও জেরা চালাতে পারে তদন্তকারীরা।