নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড়! সাতসকালে শহরের ৬ জায়গায় ED হানা, নজরে ‘এই’ প্রভাবশালী

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার সাতসকালে শহর জুড়ে ইডি হানা (Enforcement Directorates)। রেশন দুর্নীতির পর এবার শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) ফের অ্যাকশনে তদন্তকারী সংস্থা ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় সদ্য জামিন পাওয়া ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের (Middleman Prasanna Roy) মোট ৬টি ঠিকানায় ইডি-র তল্লাশি অভিযান অভিযান চলছে বলে সূত্রের খবর।

সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে এদিন সকাল সাড়ে ৬টা থেকে শহরের মোট ছ’টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। সূত্রের খবর, নিউটাউনের আবাসনে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া প্রসন্ন রায়ের দুটি ফ্ল্যাটে ম্যারাথন অভিযান ইডি-র। প্রসন্নর অফিসেও নতুন করে তল্লাশি অভিযানে নেমেছেন ইডি আধিকারিকরা। প্রসন্নর সহকারী প্রদীপ সিংহের বাড়ি সহ নয়াবাদে এক পরিবহণ ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছে ইডি।

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর চাকরি বিক্রির অন্যতম ‘দালাল’ প্রসন্ন রায়কে জামিন দেয় সর্বোচ্চ আদালত। ২০২২ সালের অগাস্ট মাসে SSC দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন প্রসন্ন রায়। পরে তাকে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতেও হেফাজতে নেয় তদন্তকারী সংস্থা সিবিআই।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দূর সম্পর্কের আত্মীয় এই প্রসন্ন। চাকরি দুর্নীতিতে মিডিলম্যান হিসেবে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে দাবি করে সিবিআই। CBI-এর দাবি, প্রসন্ন, তার স্ত্রী ও পরিবারের সদস্যদের নামে সাড়ে চারশোটি সম্পত্তির হদিস মিলেছে। নিয়োগ দুর্নীতির টাকাতেই এই সমস্ত সম্পত্তি বলে আদালতে দাবি করেন তদন্তকারীরা। যদিও সুপ্রিম কোর্টে জামিন পেয়ে যান প্রসন্ন।

ed 1689169967 1

আরও পড়ুন: এই কাজ করলেই খোয়া যাবে চাকরি! শনি-রবিতেও করতে হবে অফিস? সরকারি কর্মীদের কড়া বার্তা মমতার

সূত্রের খবর, প্রসন্ন ও তার পরিবারের সাড়ে চারশোটি সম্পত্তির উৎস কী, সেই বিষয় খতিয়ে দেখতেই তল্লাশি অভিযানে নেমেছে ইডি। নিউটাউনের বলাকা আবাসনে গিয়ে বেশ কিছুক্ষণ আটকে থাকতে হয় গোয়েন্দাদের। পাশাপাশি প্রসন্নর অফিসে তল্লাশিতে গিয়েও বাধা পেতে হয় ইডিকে। প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কিছুদিন আগেই চূড়ান্ত চার্জশিট দিয়েছে সিবিআই। সেখানেও নাম রয়েছে ‘মিডিল ম্যান’ প্রসন্নর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর