বাংলা হান্ট ডেস্কঃ সাতসকালে সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বাড়িতে পৌঁছে গেল ইডি (Enforcement Directorates)। জানা গিয়েছে এদিন ভোর ৬ টা ২৫ নাগাদ আরজি করের (RG Kar) প্রাক্তন অধ্যক্ষের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাড়ি তালাবন্ধ থাকায় বেশ কিছুক্ষণ বাইরে অপেক্ষা করে ইডি। এরপর সকাল ৯টা নাগাদ বাড়ির দরজা খোলেন সন্দীপ ঘোষের স্ত্রী। তারপরই বিরাট দাবি।
বাড়ির টালা খুলেই সন্দীপ পত্নীর দাবি, ‘না না …ও কিচ্ছু করেনি। আপনারা সব বুঝতে পারবেন। আমরা তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করবো।’ তার আরও দাবি, সন্দীপের বিরুদ্ধে কোনো প্রমাণই পায়নি ইডি। সব অভিযোগই মিথ্যে। স্বামী কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয় বলেও দাবি করেন সন্দীপের স্ত্রী। প্রসঙ্গত, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সম্প্রতি সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই।
আরও পড়ুন: Manu Bhaker: পদকজয়ী মনু ভাকেরের মুখে অমিতাভের ছবির ডায়লগ, ‘বলিউডে আসছেন?’ অবাক নেটিজেনরা
চিকিৎসক হত্যাকাণ্ডের উত্তপ্ত আবহেই আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলে সরব হন। আখতার আলি ছিলে সন্দীপের (RG Kar-Sandip Ghosh) প্রাক্তন সহকর্মী। ২০২৩ সাল পর্যন্ত আর জি করেই কর্মরত ছিলেন আখতার। সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে সরকারি নিষ্ক্রিয়তা এবং ইডি তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন আখতারবাবু।
আরও পড়ুন: ঘুরে গেল মোড়! সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি নিয়ে বিরাট আপডেট, তোলপাড়
অভিযোগের ভিত্তিতে মামলার তদন্তভার SIT-র থেকে নিয়ে সিবিআই কে দেয় কলকাতা হাইকোর্ট। পরে আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপের স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে আরেক তদন্তকারী সংস্থা ইডি। এরই মাঝে টানা প্রায় দুই সপ্তাহ জেরা করার পরে দুর্নীতির মামলাতেই সন্দীপকে গ্রেফতার করে CBI. আর এবারে সন্দীপবাবুর বাড়িতে পৌঁছে গেল ইডি।