বাংলা হান্ট ডেস্কঃ মোড় ঘুরছে নিয়োগ মামলার! প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) মামলায় এবার বয়ান রেকর্ড করা হল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের। জানা যাচ্ছে, ইডির মামলায় আজ ‘রাজসাক্ষী’ হিসাবে বয়ান রেকর্ড করা হয়েছে তার।
নিয়োগ মামলায় (Recruitment Scam) নতুন মোড়
সূত্রের খবর,মঙ্গলবার বিচারভবনে বয়ান রেকর্ড করা হয়েছে কল্যাণময় ভট্টাচার্যের। কী ভাবে এই দুর্নীতি (Recruitment Scam) হয়েছে, এবং কত কোটি টাকার দুর্নীতি হয়েছে, এদিন সেই সমস্ত হিসেব দিয়েছেন কল্যাণময়। জানা যাচ্ছে, খবর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কল্যাণময় ভট্টাচার্য এবং তাঁর অধীনে থাকা বেশ কয়েকটি সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলে আদালতে চার্জশিট জমা দিয়েছে ইডি। ইতিমধ্যেই বিচার শুরু হয়েছে ওই মামলার। ইডির কাছে শ্বশুর পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে কী কী তথ্য ফাঁস করলেন কল্যাণ? তা নিয়েই তৈরী হয়েছে ব্যাপক কৌতূহল।
জানা যাচ্ছে,ইডির কাছে লিখিত বয়ান দিয়ে কল্যাণময় জানিয়েছেন শ্বশুর পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই তিনি ‘বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ফাউন্ডেশন ট্রাস্ট’-এর অন্যতম মেম্বার ছিলেন। আরও জানা যাচ্ছে যে, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর তাঁদের আত্মীয় ও ঘনিষ্ঠ কয়েক জনকে নিয়ে ওই ট্রাস্টটি তৈরি করা হয়েছিল।
আরও পড়ুন: সব জলে! খারিজ হয়ে গেল আবেদন, এবার ভরসা সুপ্রিম কোর্ট
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফে আরও দাবি করা হয়েছে, কল্যাণময় লিখিত বয়ানে জানিয়েছিলেন, তিনি তাঁর শ্বশুর পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই সব কিছু করেছেন। এছাড়াও দাবি করা হচ্ছে ট্রাস্টের মাধ্যমে একটি জমি কিনে স্কুল তৈরি করা হয়েছিল। এছাড়া ইডির তরফে আরও এক চাঞ্চল্যকর দিয়ে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির কালো টাকা ওই ট্রাস্ট এবং কল্যাণময়ের নানা সংস্থার মাধ্যমে সাদা করা হয়েছিল। তাই ইডির চার্জশিটে কল্যাণময় ও তাঁর নানা সংস্থার নামে অভিযোগ করা হয়েছে।
প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে এখনও জেলবন্দি অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। ইডির মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত সিবিআই-এর মামলায় জামিন পাননি পার্থ চট্টোপাধ্যায়।